ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

সপ্তাহজুড়ে ৬ খাতে সর্বোচ্চ মুনাফার জোয়ার

২০২৫ ডিসেম্বর ১৩ ১৬:৫৫:৩৪

সপ্তাহজুড়ে ৬ খাতে সর্বোচ্চ মুনাফার জোয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর’২৫) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭.২৬ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৩.৮৩ পয়েন্টে। আর আগের সপ্তাহের তুলনায় লেনদেন ৩০ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮ কোটি ৪০ হাজার টাকায়। বাজারের এমন পরিস্থিতিতে ১৮ খাতের সাপ্তাহিক রিটার্নে দর। আর এই ১৮ খাতের মধ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা দিয়েছে ৬ খাত। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

খাত ৬টি হলো- লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, পাট, সেবা ও আবাসন, বস্ত্র এবং তথ্য প্রযুক্তি। সপ্তাহজুড়ে এই ৬ খাতে সাপ্তাহিক রিটার্নে ৪ শতাংশ থেকে ৭শতাংশের বেশি দর বেড়েছে।

সপ্তাহজুড়ে সর্বোচ্চ মুনাফা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৭.১১ শতাংশ। আর খাতটির কোম্পানিগুলোর মধ্যে আলোচ্য সপ্তাহে সবচেয়ে দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৪০ পয়সা বা ১৮.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ২০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৬.৪০ শতাংশ। আর খাতটির কোম্পানিগুলোর মধ্যে আলোচ্য সপ্তাহে সবচেয়ে দর বেড়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ২২.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে পাট খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৫.৫৫ শতাংশ। আর খাতটির কোম্পানিগুলোর মধ্যে আলোচ্য সপ্তাহে সবচেয়ে দর বেড়েছে নর্দার্ন জুটে। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ১০ পয়সা বা ২৪.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকা ৭০ পয়সায়।

অন্য তিন খাতের মধ্যে- সেবা ও আবাসন খাতে ৪.৪৭ শতাংশ, বস্ত্র খাতে ৪.২৩ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে ৪.০৪ শতাংশ দর বেড়েছে।

এছাড়া, সপ্তাহজুড়ে সাপ্তাহিক রিটার্নে আর্থিক খাতে ৩.৩৭ শতাংশ, সিরামিকস খাতে ৩.৮৫ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ৩.৮ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ২.৩২ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ২.২৬ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৭৪ শতাংশ, ব্যাংক খাতে ১.৩৬ শতাংশ, চামড়া খাতে ১.২৬ শতাংশ, ওষুধ ও রসায়ন কাতে ১ শতাংশ, সিমেন্ট খাতে ০.৯৭ শতাংশ এবং বিবিধ খাতে ০.৪৮ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত