ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বিএনপির পতাকাতলে আশ্রয় পাবে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে ‘সমন্বয়ের রাজনীতির পাঠশালা’ উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র দল, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির পতাকাতলে সব মানুষ আশ্রয় নিতে পারে। তিনি বলেন, আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি চাই না।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির ষষ্ঠ দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা এতে অংশ নেন।
সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের লক্ষে গতকাল যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাতে জনগণ সন্তুষ্ট। কারণ গণঅভ্যুত্থানের প্রধান প্রত্যাশাই ছিল ভোটাধিকার নিশ্চিত করা। তবে কেউ কেউ এর বিরোধিতা করছে। যারা পিআর সিস্টেম বা আগে স্থানীয় নির্বাচনের কথা বলে তফসিলের বিরোধিতা করছে, তারা মূলত গণতন্ত্রের বিপক্ষের শক্তি।’
আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থপাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্র অনুযায়ী, গত দেড় যুগে ব্যাংক ও আর্থিক খাত থেকে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা দিয়ে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করা যেত। আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।’
নাম না করে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, ‘একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় তাদের কুকীর্তি নিয়ে একটি শব্দও উচ্চারণ করছে না। তারা ‘ভাসুরের নাম মুখে না নেওয়ার’ মতো আচরণ করছে। কিন্তু জনগণ তাদের ভূমিকা ধরে ফেলেছে।’
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু ৩৬ দিনের আন্দোলনে এই বিজয় আসেনি। ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৬ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল এই গণঅভ্যুত্থান। এখন আবেগী স্লোগান নয়, বরং বিএনপির ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও বেকার সমস্যা সমাধানের মতো রাষ্ট্র গড়ার পরিকল্পনাগুলো জনগণের কাছে সহজ ভাষায় তুলে ধরতে হবে।’
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে