ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার গঠন করলে যোগ্যদের খুঁজে কাজ দেবে বিএনপি: তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ০৯ ২৩:০৪:১২

সরকার গঠন করলে যোগ্যদের খুঁজে কাজ দেবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে দলমত নির্বিশেষে যোগ্য ও দক্ষ মানুষদের খুঁজে বের করে দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দেশের সামরিক বাহিনীকে রাজনীতিকরণ করে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনারা যারা কোয়ালিফাইড (যোগ্য), তাদের খুঁজে বের করে দেশ গড়ার কাজে লাগানোর সুযোগ দেওয়া হবে।”

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু শিক্ষিত মা নয়, বিএনপি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ার লক্ষ্যে কাজ করবে। এর অংশ হিসেবে গ্রামের অসহায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে একটি অংশকে ২ থেকে আড়াই লাখ টাকা এবং অন্য অংশকে ফুড প্রোডাক্ট বা খাদ্য সহায়তা দেওয়া হবে, যা কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হতে পারেন। ধাপে ধাপে এটি দেশের সব নারীর জন্য উন্মুক্ত করা হবে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সাড়ে ৩ লাখ শিক্ষককে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে, যার সুফল ১০ বছর পর মিলবে। এছাড়া পাঠ্যসূচিতে ক্রীড়া ও সংস্কৃতিকে আবশ্যক বিষয় হিসেবে যুক্ত করা হবে। আন্তর্জাতিক যোগাযোগের জন্য দ্বিতীয় ও তৃতীয় ভাষা হিসেবে মান্দারিন ও আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে।

কৃষিখাত নিয়ে তিনি বলেন, কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এছাড়া অ্যাপের মাধ্যমে কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে, যাতে তারা সব ধরনের কৃষি সহায়তা সহজে পেতে পারেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত