ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
‘একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশের মানুষ একাত্তর সালেই একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে এবং নতুন করে তাদের দেখার কিছু নেই।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, সেই একই রকম একটি দল এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, এবং তারা অগ্রসর। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন।
তারেক রহমান আরও বলেন, যারা অন্য রাজনৈতিক দলগুলো দেখেছেন, এবার আমাদের দেখুন। মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে—কীভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে।
জামায়াতের প্রার্থীদের বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাসের সমালোচনা করে তিনি বলেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা এগুলো বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত একমাত্র সৃষ্টিকর্তার।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আইনশৃঙ্খলা, শিক্ষা ও কৃষি সকল স্তরকে ধ্বংস করেছে। এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেবো।
নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমি বলছি, আমাদের সামনে সময় ভালো নয়। কঠিন সময় অপেক্ষা করছে, এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমাদের লক্ষ্য করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে জনগণ, এবং জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারে।
তারেক রহমান বলেন, আজ আমরা দেশ গড়ার পরিকল্পনা করছি। দেশের উন্নয়ন ও মানুষের অবস্থান পরিবর্তন করতে, আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাফল্য অর্জন করতে হলে ঐক্য অপরিহার্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত