ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন রিজভী
নিজস্ব প্রতিবেদক: রাজনীতির অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। বিএনপির শীর্ষ নেতাদের মতে, তারেক রহমান এখন দেশের বাইরে থাকলেও রাজনৈতিকভাবে তিনি সমান সক্রিয় এবং সঠিক সময় বিবেচনা করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। এ নিয়ে দলের ভেতরে প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারা।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের সঙ্গে যুক্ত আছেন এবং পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফিরবেন।
নির্বাচনী তফসিল বিলম্বিত হওয়ার সম্ভাবনায় উদ্বেগ জানিয়ে রিজভী হুঁশিয়ারি দেন তফসিল পেছালে গণতন্ত্র আরও সংকটময় অবস্থায় পড়বে। তার ভাষায়, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার পরিবেশে নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হবে।
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও দুপুরে সাংবাদিকদের বলেন, তারেক রহমান ইচ্ছা করলেই যে কোনো সময় দেশে ফিরবেন এবং সে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যারা ‘না ফেরার গুঞ্জন’ ছড়াচ্ছে, তারা উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।
আমীর খসরু জানান, বিএনপির দৃষ্টিতে তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃস্থাপন ও একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের এখন মূল দাবি একটি সুষ্ঠু নির্বাচন। এটি ছাড়া অন্য সব বিষয়ই গৌণ। গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য।
সবশেষে বিএনপি নেতাদের দাবি তারেক রহমানের দেশে ফেরা, নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সবকিছুই পরস্পর সম্পর্কিত। আর এজন্য উপযুক্ত সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান