ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি অনেকদূর এগোলেও শেষ মুহূর্তে তা কিছুটা পিছিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের ‘সেফ টু ফ্লাই’ অনুমোদনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই কারণেই বিদেশযাত্রার সময় নির্ধারণে এসেছে সামান্য বিলম্ব।
শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, লন্ডনে বেগম জিয়াকে নেওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন নিরাপত্তা, মেডিকেল সাপোর্ট, লজিস্টিক সব ক্ষেত্রেই সর্বোচ্চ ব্যবস্থা রাখা হয়েছে।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত খবর রাখছেন। চিকিৎসকরাই এখানে ‘ফাইনাল অথরিটি’, এবং পরিবারের পক্ষ থেকেও তাদের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান দেখানো হচ্ছে।
মেডিকেল বোর্ডের দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা ছয় বছর ধরে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। তাদের নির্দেশনা অনুযায়ীই প্রতিটি চিকিৎসা ধাপ পরিচালিত হচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রচারিত গুজব বন্ধেরও আহ্বান জানান তিনি।
ডা. জাহিদ আরও জানান, কাতার সরকার ও অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় বিদেশে নেওয়ার লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রক্রিয়াও প্রস্তুত রয়েছে। তবে বোর্ডের অনুমতি ছাড়া এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হবে না।
কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে দোয়ার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নজর রয়েছে তার চিকিৎসা প্রক্রিয়ার দিকে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই লন্ডনে নেওয়ার সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানা যাবে এই প্রত্যাশায় রয়েছে পরিবার ও দল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা