ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
রাশিয়া সমঝোতায় ইচ্ছুক: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও চাইছেন ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে সমাধান ও অবসান হোক। তিনি এ তথ্যের সূত্র হিসেবে উল্লেখ করেন, পুতিনের সঙ্গে তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের বৈঠক।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “আমার ধারণা স্পষ্ট পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং একটি সমঝোতায় পৌঁছাতে ইচ্ছুক।” তিনি জানান, মস্কোতে গত মঙ্গলবার পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক হয়, যেখানে ইউক্রেন যুদ্ধবিরতি ও ওয়াশিংটনের সংশোধিত খসড়া শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
ট্রাম্প বলেন, “জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে যথেষ্ট ভালো বৈঠক করেছেন। তবে এটি দু’পক্ষের ব্যাপার সমঝোতায় পৌঁছাতে উভয়কে রাজি হতে হবে।” তিনি আরও দাবি করেছেন, “যদি আমি প্রেসিডেন্ট থাকতাম, তবে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না।”
রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক বার্তা এসেছে। প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত এবং রাশিয়ার মতামতও এ প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, “পরিস্থিতি ইতিবাচক, এবং আমরা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রস্তুত।”
তবে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন ও মার্কিন শীর্ষ দূতদের পাঁচ ঘণ্টার বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধের অবসানে কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। মস্কোর ক্রেমলিন সূত্র জানায়, এখনও আলোচনার প্রক্রিয়া চলমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)