ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

ইরানের শাদান খনি থেকে বিশাল স্বর্ণ মজুত আবিষ্কার

২০২৫ ডিসেম্বর ০২ ১৪:৫১:১৫

ইরানের শাদান খনি থেকে বিশাল স্বর্ণ মজুত আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক :ইরান কর্তৃপক্ষ দেশটির শাদান স্বর্ণখনিতে বিশাল স্বর্ণ মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে। স্থানীয় গণমাধ্যম সোমবার (১ ডিসেম্বর) জানিয়েছে, নতুন মজুতকে দেশটির গুরুত্বপূর্ণ খনিগুলোর মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আবিষ্কারের সত্যতা অনুমোদন করেছে।

নতুন মজুতের ফলে শাদান খনির মোট স্বর্ণ মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। বিশেষ করে সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিক দেশটির খনিশিল্পে বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরান কখনোই দেশীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ ক্রয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানান, ২০২৩–২৪ সালে ব্যাংকটি বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অন্যতম ছিল। নতুন আবিষ্কৃত স্বর্ণ মজুত নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে কর্মকর্তারা মনে করছেন।

বর্তমানে ইরানে ১৫টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে উত্তর-পশ্চিমের জারশোরান খনি সবচেয়ে বড়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপে ইরানের অর্থনীতি দুর্বল হয়েছে। পরমাণু কর্মসূচি এবং ইসরাইল–ইরান সংঘাতের কারণে আরোপিত নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও কঠিন করেছে। ডলারের তুলনায় রিয়ালের ক্রমাগত অবমূল্যায়ন এবং তীব্র মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানি স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। সোমবার খোলা বাজারে এক ডলারের মান প্রায় ১১ লাখ ৭০ হাজার রিয়াল এবং ইউরোর মান প্রায় ১৩ লাখ ৬০ হাজার রিয়াল লেনদেন হয়েছে।

এর আগে, পাকিস্তানেও সম্প্রতি স্বর্ণের বড় মজুত আবিষ্কারের খবর এসেছে। দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গহর জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায় আবিষ্কৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত