ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
বিশ্বে প্রথম আকাশযুদ্ধে ইতিহাস গড়ল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক :তুরস্ক মানববিহীন যুদ্ধবিমান প্রযুক্তিতে নতুন মাইলফলক ছুঁয়েছে। দেশের আধুনিক ইউএভি ‘বায়রাকতার কিজিলেলমা’ সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি জেটচালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বায়কার কর্তৃপক্ষ জানায়, এটি বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান যা রাডার নির্দেশিত বিভিআর দূরত্বে এয়ার–টু–এয়ার মিসাইল ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তু ভুপাতিত করতে সক্ষম হয়েছে।
বায়কারের প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয়ভাবে তৈরি আকাশ–থেকে–আকাশে নিক্ষেপযোগ্য ‘গোকদোয়ান’ মিসাইল ব্যবহার করে কিজিলেলমা এই সাফল্য অর্জন করে। লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহৃত হয়েছে তুরস্কে তৈরি মুরাদ এইএসএ রাডার, যা আসেলসানের তৈরি উন্নতমানের একটি রাডার সিস্টেম। রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত বিশেষ পড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
তুর্কি প্রতিরক্ষা ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান দেশীয় রাডার ব্যবস্থাপনায় পরিচালিত এয়ার–টু–এয়ার মিসাইল নিক্ষেপ করে জেটচালিত লক্ষ্যবস্তুতে আঘাত হানল। এর ফলে কিজিলেলমা বিশ্বের প্রথম এবং একমাত্র ইউএভি প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশযুদ্ধ সক্ষমতা প্রদর্শন করল। এর আগে কিজিলেলমা একটি এফ–১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সফলভাবে সম্পন্ন করেছে।
কৃষ্ণসাগরের উপকূলীয় সিনোপ প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষা ছিল তুরস্কের জন্য ঐতিহাসিক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়—মেরজিফন বিমানঘাঁটি থেকে পাঁচটি এফ–১৬ যুদ্ধবিমান কিজিলেলমার সঙ্গে যৌথভাবে উড্ডয়ন করছে। মানবচালিত ও মানববিহীন প্ল্যাটফর্মের এই সমন্বিত মিশন ভবিষ্যতের আকাশযুদ্ধের নতুন ধারণা তুলে ধরে। পুরো মিশনের আকাশচিত্র ধারণ করে বায়রাকতার আকিনচি ড্রোন।
উন্নত সেন্সর, কম রাডার সিগনেচার এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের কারণে কিজিলেলমা দূর থেকে শত্রু উড়োজাহাজ শনাক্ত করতে সক্ষম, অথচ নিজে রাডারে কম দৃশ্যমান থাকে। এতে মুরাদ এইএসএ রাডার এবং তয়গুন টার্গেটিং সিস্টেমসহ বিভিন্ন অত্যাধুনিক উপাদান যুক্ত করা হয়েছে। এর আগের পরীক্ষাগুলোতে এটি তোলুন ও তেবের–৮২ গোলাবারুদ ব্যবহার করে সফল হামলা চালিয়েছে।
বায়কার চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বায়রাকতার এক ভিডিও বার্তায় বলেন, “আজ বায়রাকতার উড্ডয়ন–ইতিহাসের নতুন যুগের সূচনা করেছে। বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে রাডার–নির্দেশিত এয়ার–টু–এয়ার মিসাইল নিক্ষেপ করে কিজিলেলমা নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ