ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
বিশ্বে প্রথম আকাশযুদ্ধে ইতিহাস গড়ল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক :তুরস্ক মানববিহীন যুদ্ধবিমান প্রযুক্তিতে নতুন মাইলফলক ছুঁয়েছে। দেশের আধুনিক ইউএভি ‘বায়রাকতার কিজিলেলমা’ সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি জেটচালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বায়কার কর্তৃপক্ষ জানায়, এটি বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান যা রাডার নির্দেশিত বিভিআর দূরত্বে এয়ার–টু–এয়ার মিসাইল ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তু ভুপাতিত করতে সক্ষম হয়েছে।
বায়কারের প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয়ভাবে তৈরি আকাশ–থেকে–আকাশে নিক্ষেপযোগ্য ‘গোকদোয়ান’ মিসাইল ব্যবহার করে কিজিলেলমা এই সাফল্য অর্জন করে। লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহৃত হয়েছে তুরস্কে তৈরি মুরাদ এইএসএ রাডার, যা আসেলসানের তৈরি উন্নতমানের একটি রাডার সিস্টেম। রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত বিশেষ পড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
তুর্কি প্রতিরক্ষা ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান দেশীয় রাডার ব্যবস্থাপনায় পরিচালিত এয়ার–টু–এয়ার মিসাইল নিক্ষেপ করে জেটচালিত লক্ষ্যবস্তুতে আঘাত হানল। এর ফলে কিজিলেলমা বিশ্বের প্রথম এবং একমাত্র ইউএভি প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশযুদ্ধ সক্ষমতা প্রদর্শন করল। এর আগে কিজিলেলমা একটি এফ–১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সফলভাবে সম্পন্ন করেছে।
কৃষ্ণসাগরের উপকূলীয় সিনোপ প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষা ছিল তুরস্কের জন্য ঐতিহাসিক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়—মেরজিফন বিমানঘাঁটি থেকে পাঁচটি এফ–১৬ যুদ্ধবিমান কিজিলেলমার সঙ্গে যৌথভাবে উড্ডয়ন করছে। মানবচালিত ও মানববিহীন প্ল্যাটফর্মের এই সমন্বিত মিশন ভবিষ্যতের আকাশযুদ্ধের নতুন ধারণা তুলে ধরে। পুরো মিশনের আকাশচিত্র ধারণ করে বায়রাকতার আকিনচি ড্রোন।
উন্নত সেন্সর, কম রাডার সিগনেচার এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের কারণে কিজিলেলমা দূর থেকে শত্রু উড়োজাহাজ শনাক্ত করতে সক্ষম, অথচ নিজে রাডারে কম দৃশ্যমান থাকে। এতে মুরাদ এইএসএ রাডার এবং তয়গুন টার্গেটিং সিস্টেমসহ বিভিন্ন অত্যাধুনিক উপাদান যুক্ত করা হয়েছে। এর আগের পরীক্ষাগুলোতে এটি তোলুন ও তেবের–৮২ গোলাবারুদ ব্যবহার করে সফল হামলা চালিয়েছে।
বায়কার চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বায়রাকতার এক ভিডিও বার্তায় বলেন, “আজ বায়রাকতার উড্ডয়ন–ইতিহাসের নতুন যুগের সূচনা করেছে। বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে রাডার–নির্দেশিত এয়ার–টু–এয়ার মিসাইল নিক্ষেপ করে কিজিলেলমা নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টি-২০ ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে