ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

কয়েকজনের অপরাধে কাশ্মীরের মানুষ কলঙ্কিত হচ্ছে: মুখ্যমন্ত্রী ওমর 

২০২৫ নভেম্বর ১৯ ১৭:১২:১৫

কয়েকজনের অপরাধে কাশ্মীরের মানুষ কলঙ্কিত হচ্ছে: মুখ্যমন্ত্রী ওমর 

নিজস্ব প্রতিবেদক : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, কয়েকজন সন্ত্রাসীর কর্মকাণ্ডের জন্য গোটা উপত্যকার বাসিন্দাদের কলঙ্কিত করা হচ্ছে, যা কাশ্মীরের সাধারণ মানুষকে বাইরের কারও সঙ্গে মিশতে অনীহা সৃষ্টি করছে।

দিল্লির লাল কেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে যুক্ত হোয়াইট কলার সন্ত্রাস মডিউলে (যেখানে চিকিৎসকরাও অন্তর্ভুক্ত) অনেক সন্দেহভাজনই কাশ্মীরের বাসিন্দা হিসেবে চিহ্নিত হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ওমর আব্দুল্লাহ বলেন, “কয়েকজন লোকের জন্য দায়ী হলেও এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেন আমরা সবাই দায়ী।” তিনি আরও উল্লেখ করেছেন, কেন্দ্র ২০১৯ সালে আশ্বাস দিলেও জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর বাস্তবে কিছু পরিবর্তন হয়নি।

বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বোমা বিস্ফোরণ এবং সাধারণ মানুষের হত্যাকাণ্ড থামেনি। কাশ্মীরে রক্তপাত চলছেই, ফলে কেউ তাদের সন্তানদের বাইরে পাঠাতে চায় না এবং সবত্রই কাশ্মীরিদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তিনি তুলে ধরেন, দিল্লিতে কি ঘটেছে—কয়েকজনের জন্য দায়ী হলেও কাশ্মীরিদের ওপর সমগ্র কলঙ্ক চাপানো হচ্ছে।

এমন পরিস্থিতিতে কাশ্মীর নিবন্ধিত গাড়ি চালানোও অপরাধ বলে মনে করা হচ্ছে, এবং এ নিয়ে তিনি নিজেও বিভ্রান্তি বোধ করছেন।

অন্যদিকে, তার বাবা ফারুক আব্দুল্লাহ ১৫ নভেম্বর লাল কেল্লার সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ‘অপারেশন সিঁদুর’-কে ঘিরে বিতর্ক সৃষ্টি করেছেন।

তিনি বলেছেন, যারা দায়ী তাদের প্রশ্ন করা উচিত, কেন চিকিৎসকরাও এই পথ বেছে নিল এবং এর পেছনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও অধ্যয়নের প্রয়োজন আছে।

সর্বশেষ সন্ত্রাস মডিউল ফাঁস হওয়ার পর ফারুক আব্দুল্লাহ সম্ভাব্য নতুন অপারেশন সিঁদুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ায় মুদ্রা বিনিময়ের চাহিদাও দিন দিন বাড়ছে। লেনদেন সহজ করতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে... বিস্তারিত