ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

তিন প্রজন্মের রাজনীতির পথপ্রদর্শক মাওলানা ভাসানী

২০২৫ নভেম্বর ১৬ ১৯:১২:৫২

তিন প্রজন্মের রাজনীতির পথপ্রদর্শক মাওলানা ভাসানী

নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশের রাজনীতির তিন প্রজন্ম—বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমান—জাতীয়তাবাদী দীক্ষা এবং দেশপ্রেমের শিক্ষার জন্য মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী। তিনি বলেন, মাওলানা ভাসানী সাধারণ জীবন যাপন করলেও অসাধারণ চিন্তাভাবনা করতে পারতেন এবং তার চিন্তাভাবনাকে রাজনীতিতে দক্ষভাবে প্রয়োগ করতে সক্ষম ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আলাল আরও বলেন, মাওলানা ভাসানী ‘ধানের শীষ’ প্রতীকের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতেন, যা আজকের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় প্রতীকগুলোর মধ্যে একটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রতীকটি জনগণের কাছে উপহার হিসেবে দিয়েছেন, যা দেশের নির্বাচনী রাজনীতিতে একটি অনন্য বৈশিষ্ট্য বহন করে।

তিনি বলেন, মাওলানা ভাসানীর জীবন থেকে আমরা ‘সিম্পল লিভিং, হাই থিংকিং’ এর মতো দৃষ্টান্ত গ্রহণ করতে পারি। আলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দেশের মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভার সঞ্চালনা করেন কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি। সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত