ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য হচ্ছে নতুন ৯ হল

২০২৫ নভেম্বর ১৬ ১২:৩৪:২০

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য হচ্ছে নতুন ৯ হল

নিজস্ব প্রতিবদেক: ঢাকা বিশ্ববিদ্যালয় ২ হাজার ৮৪১ কোটি টাকায় একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় ছাত্রী ও ছাত্রদের জন্য আলাদা ৯টি আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন শিক্ষাগত ও প্রশাসনিক ভবন, অবকাঠামো ও সুবিধা উন্নয়ন করা হবে।

রবিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এই প্রকল্পের হালনাগাদ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ ইতিমধ্যেই ভালোভাবে এগিয়ে চলেছে। মোট ২ হাজার ৮৪১ কোটি টাকার প্রাক্কলিত ব্যয় যুক্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পের প্রথম অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬০ কোটি টাকা বরাদ্দ প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে সম্মতি দিয়েছে।

প্রথম ধাপে ছাত্র ও ছাত্রীদের জন্য হল নির্মাণের কাজ শুরু হবে। এই প্রকল্পের অধীনে ৩১টি ভবনের স্থাপত্য ও কাঠামোগত ডিজাইনের পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য চলতি নভেম্বর মাসের শেষ দিকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।

গত ১২ অক্টোবর প্রকল্প পরিচালক নিয়োগ পাওয়া গেছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) ইতোমধ্যেই ই-জিপি (ই-জিপি) পোর্টালে প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ) সরকারি ক্রয় আইন (পিপিআর), আর্থিক বিধিমালা এবং পরিকল্পনা নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।

পাঁচ বছর মেয়াদী এই প্রকল্প ২০৩০ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় ৬টি অ্যাকাডেমিক ভবন, ২ হাজার ৬০০ ছাত্রীদের জন্য চারটি আবাসিক হল, ৫ হাজার ১০০ ছাত্রদের জন্য পাঁচটি আবাসিক হল নির্মাণ করা হবে। এছাড়া পাঁচটি ছাত্র হল এবং চারটি ছাত্রী হলের জন্য হাউজ টিউটর আবাসন সুবিধা থাকবে।

প্রকল্পে আরও অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষক ও অফিসারদের জন্য দুটি আবাসিক ভবন, পাঁচটি অন্যান্য ভবন (প্রশাসনিকসহ) নির্মাণ, চারটি জলাধারের সংস্কার ও সৌন্দর্যবর্ধন, বিদ্যমান সার্ভিস লাইন মেরামত, একটি খেলার মাঠ উন্নয়ন, দুইটি পাবলিক টয়লেট নির্মাণ এবং ড্রেনেজ ও ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা করা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ