ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

২০২৫ নভেম্বর ১৪ ২১:২২:২০

কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

সরকার ফারাবী: আফ্রিকার মাটিতে একমাত্র প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে অ্যাঙ্গোলা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে স্কালোনির দল। চোট সমস্যা ও বাধ্যতামূলক ভ্যাকসিন জটিলতায় আর্জেন্টিনা স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন।

এঞ্জো ফার্নান্দেজকে কেন হারাল আর্জেন্টিনা?

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দলে ফেরার আশা থাকলেও শেষ মুহূর্তে ছিটকে যেতে হলো এঞ্জো ফার্নান্দেজকে। চার মাস আগের হাঁটুর চোটের ব্যথা আবার ফিরে আসায় মেডিকেল টিম তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে। ফলে চেলসির এই তারকা আজ খেলছেন না। তার পরিবর্তে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কেভিন ম্যাক অ্যালিস্টার।

ইয়েলো ফিভার ভ্যাকসিন না নেওয়ায় বাদ তিন তারকা

অ্যাঙ্গোলায় প্রবেশে বাধ্যতামূলক ইয়েলো ফিভার ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। কিন্তু নির্ধারিত সময়ে দলে যোগ না দেওয়ায় এই ভ্যাকসিন নিতে না পারায় স্কোয়াডের বাইরে থাকতে হলো হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা এবং জুলিয়ানো সিমিওনেকে। ফলে স্কালোনিকে তাদের ছাড়া দল সাজাতে হচ্ছে।

ম্যাচের সময়

তারিখ: ১৪ নভেম্বর

সময়: বাংলাদেশ সময় রাত ১০টা

ম্যাচ: প্রীতি ম্যাচ আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা

সম্ভাব্য একাদশ (স্কালোনির সম্ভাব্য দলবিন্যাস)

গোলরক্ষক: জেরোনিমো রুলি

ডিফেন্ডার: নিকো, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালার্দি, লিসান্দ্রো মার্টিনেজ

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

ফরোয়ার্ড: জিওভান্নি লো সেলসো, লোপেজ, লিওনেল মেসি, সিমিওনে

(মনে রাখবেন: মলিনা, আলভারেজ ও এঞ্জো ফার্নান্দেজ দলে নেই)

লাইভ দেখবেন যেভাবে

লাইভ দেখতে এখানেক্লিককরুন।

বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে কোনো টিভি চ্যানেল এই ম্যাচ সম্প্রচার করবে না। তবে দর্শকরা অনলাইনে Sportzfy অ্যাপ ব্যবহার করে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। (গুগল/ক্রোম ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করা যায়।)

ট্যাগ: লিওনেল মেসি lionel messi আন্তর্জাতিক প্রীতি ম্যাচ Argentina vs Angola Argentina friendly match আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা আর্জেন্টিনা ফুটবল খবর আর্জেন্টিনা প্রীতি ম্যাচ স্কালোনি Friendly Match International Friendly Julian Alvarez অ্যাঙ্গোলা ফুটবল আর্জেন্টিনা স্কোয়াড হুলিয়ান আলভারেজ football live today Argentina team update আর্জেন্টিনা লাইভ Angola football Argentina match time Argentina live stream Argentina match update Angola vs Argentina live আজকের ফুটবল ম্যাচ আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ Enzo Fernandez Injury Messi Argentina Match এঞ্জো ফার্নান্দেজ নাহুয়েল মলিনা আর্জেন্টিনা ম্যাচ সময় আর্জেন্টিনা টিম নিউজ আর্জেন্টিনা ম্যাচ আপডেট Nahuel Molina Argentina live Argentina lineup Argentina Squad News Scaloni Squad অ্যাঙ্গোলা ম্যাচ প্রীতি ম্যাচ আজ Sportzfy লাইভ আর্জেন্টিনা লাইভ স্ট্রিমিং অ্যাঙ্গোলা লাইভ ম্যাচ মেসি ম্যাচ আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা লাইভ ফুটবল লাইভ দেখা Angola match Messi live match Sportzfy app Argentina football today Argentina vs Angola live streaming

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ