ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

 সাভারে চলন্ত বাসে আ গু ‘ন

২০২৫ নভেম্বর ১৬ ১৫:২৫:০৬

 সাভারে চলন্ত বাসে আ গু ‘ন

নিজস্ব প্রতিবেদক :ঢাকার সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দাঁড় করানো বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসে আগুন লেগেছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, “এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত