ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর

২০২৫ নভেম্বর ১৫ ১৪:০৯:২৬

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর

সরকার ফারাবী: ইডেন গার্ডেন্সে ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিন জমে উঠেছে নাটকীয় লড়াই। জসপ্রিত বুমরাহর ভয়ঙ্কর বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৫৯ রানে গুটিয়ে দেওয়ার পর ভারতও ব্যাটিং ধসের মুখে পড়ে যায়। দ্বিতীয় সেশনের শেষে ৬১ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৮৭ রান যা অতিথিদের বিপক্ষে মাত্র ২৮ রানের লিড।

বুমরাহ ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ ওভারে অলআউট হয় ১৫৯ রানে। কেউই বড় ইনিংস গড়তে পারেননি। এইডেন মার্করাম করেন সর্বোচ্চ ৩১, উইয়ান মুল্ডার ২৪ এবং টনি ডি জোরজি ২৪ রান। ত্রিস্টান স্টাবস দীর্ঘ ১১৬ মিনিট ক্রিজে দাঁড়িয়ে খেললেও অপরাজিত থাকেন মাত্র ১৫ রানে।

পুরো ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন জসপ্রিত বুমরাহ। ১৪ ওভার বোলিং করে মাত্র ২৭ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। তাকে দারুণ সাপোর্ট দেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দুজনেই নেন ২টি করে উইকেট। অক্ষর প্যাটেল শিকার করেন ১ উইকেট।

ভারতের ব্যাটিংয়ে রাহুলের ধৈর্য, পন্থের ঝড়

জবাবে ব্যাট করতে নেমেই ভারত হারায় কয়েকটি দ্রুত উইকেট। দক্ষিণ আফ্রিকার জন্য মার্কো জ্যানসেন ও সাইমন হার্মারের স্পেল ভারতীয় ব্যাটসম্যানদের বারবার বিপদে ফেলে। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন মাত্র ১২ রান।

সংকটের সময়ে এক প্রান্ত ধরে রাখেন কে এল রাহুল। ১১৯ বলে লড়াকু ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ওয়াশিংটন সুন্দর (২৯), ঋষভ পন্থ (২৪ বলে ২৭) এবং রবীন্দ্র জাদেজা (২৭) কিছুটা অবদান রাখেন। শুভমন গিল মাত্র ৪ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন যা টিম ইন্ডিয়ার জন্য বড় দুঃসংবাদ।

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত প্রত্যাবর্তন

১৮৭ রানের মধ্যেই ভারত হারিয়েছে ৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে। জ্যানসেন ১৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন, হার্মার ১৪.৫ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। কার্বিন বশ ও কেশব মহারাজের ঝুলিতে যায় ১টি করে উইকেট।

এখন ক্রিজে আছেন অক্ষর প্যাটেল (১৫*) ও জসপ্রিত বুমরাহ (০*)। শেষ ১০ ওভারে ভারত মাত্র ২২ রান তুলে ৩ উইকেট হারিয়েছে যা ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ আফ্রিকার শক্ত ফিরতি লড়াইয়ের।

বর্তমানে লিড খুব বেশি নয়, তাই ভারত কতক্ষণ ব্যাটিং টিকিয়ে রাখতে পারে তার ওপরই নির্ভর করছে ম্যাচের মোড় কোন দিকে ঘুরবে। ইডেনে প্রথম টেস্ট ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের রূপ নিয়েছে।

ট্যাগ: shubman gill india vs south africa ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ আপডেট India cricket news Cricket Updates India batting collapse দক্ষিণ আফ্রিকা ক্রিকেট India vs SA Live Score South Africa Cricket ভারত ক্রিকেট নিউজ Test Cricket News ক্রিকেট ব্রেকিং নিউজ Cricket Breaking News জসপ্রিত বুমরাহ শুভমন গিল বুমরাহ ৫ উইকেট অক্ষর প্যাটেল IND vs SA টেস্ট ইডেন গার্ডেন্স টেস্ট ভারত দক্ষিণ আফ্রিকা লাইভ মার্কো জ্যানসেন সাইমন হার্মার কে এল রাহুল ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজা ভারত বনাম এসএ স্কোর ভারত ক্রিকেট ফলাফল টেস্ট ক্রিকেট আজ ভারত ব্যাটিং পতন ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট কুলদীপ যাদব সিরাজ বোলিং স্পোর্টস আপডেট বাংলাদেশ IND vs SA Test Eden Gardens Test Jasprit Bumrah five wickets Bumrah spell Marco Jansen Simon Harmer KL Rahul Rishabh Pant Ravindra Jadeja Test match highlights SA vs IND Day 2 Axar Patel Mohammed Siraj Kuldeep Yadav Sports news India IND SA first Test

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত