ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবিতে বছরব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৬’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ডুয়া নিউজ

২০২৫ নভেম্বর ১৬ ১৮:০৪:৫২

ঢাবিতে বছরব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৬’ উদ্বোধন

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, জাতীয় অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি হলো তারুণ্য। তারুণ্যের অবদানকে স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়েছে। তিনি তরুণদের মধ্যে উদ্ভূত সম্ভাব্য বিভাজন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিস্থিতি জাতীয় অগ্রগতির জন্য অনুকূল নয়, তবে সংকটকালে তরুণ সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে বারবার আশান্বিত করেছে।

উপাচার্য আরও উল্লেখ করেন, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি, নেতৃত্বের গুণাবলির বিকাশ, সৃজনশীলতা ও সমাজের প্রতি অবদান নিশ্চিত করার কার্যক্রম সারা বছরব্যাপী ধারাবাহিকভাবে পরিচালনা করা আবশ্যক। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সমাজের সহযোগিতার ওপর নির্ভরশীল, তাই সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারুণ্যের উৎসব ২০২৬-এর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে একটি সংক্ষিপ্ত র‍্যালি, ক্লিন ক্যাম্পেইন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান (কোরাস, আবৃত্তি, নাটিকা) পরিবেশন করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত