ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি

২০২৫ নভেম্বর ১৩ ০৯:৫৭:১৪

আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি

সরকার ফারাবী: ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ সাফল্যের পর নতুন মিশনে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে দলটি এবার প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আফ্রিকা মহাদেশে, যেখানে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।

১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ

অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বিশেষ এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর, অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল ১১ দে নভেম্ব্রো স্টেডিয়ামে।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

আর্জেন্টিনার জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক

এই ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলা সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (AFA) দিয়েছে প্রায় ১৭০ কোটি টাকা। প্রীতি ম্যাচের ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ আর্থিক প্রস্তাব হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বচ্যাম্পিয়নদের সাম্প্রতিক ফর্ম

লিওনেল মেসির নেতৃত্বে সাম্প্রতিক ম্যাচগুলোয় দুর্দান্ত পারফর্ম করেছে আর্জেন্টিনা। শেষ আন্তর্জাতিক বিরতিতে তারা পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬–০ গোলের জয় পেয়েছিল যেখানে মেসি, হুলিয়ান আলভারেজ এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার জুটি ঝলসে ওঠে। এরপর পেরুর বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়ে ধারাবাহিকতা ধরে রাখে বিশ্বচ্যাম্পিয়নরা।

বাতিল হলো ভারতের বহু প্রতীক্ষিত সফর

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আর্জেন্টিনা নভেম্বর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল—একটি অ্যাঙ্গোলায় এবং অন্যটি ভারতে। ১৭ নভেম্বর ভারতের কেরালা রাজ্যের কোচি বা তিরুবনন্তপুরমে মরক্কো, জাপান, কোস্টারিকা বা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে স্টেডিয়াম প্রস্তুতির ঘাটতি, লজিস্টিক জটিলতা, এবং ফিফার অনুমোদনের অভাবে শেষ পর্যন্ত ভারত সফর বাতিল করেছে আর্জেন্টিনা। ফলে, এই মাসে তারা শুধুমাত্র অ্যাঙ্গোলার বিপক্ষেই মাঠে নামবে।

দক্ষিণ এশীয় দর্শকদের হতাশা

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য দুঃসংবাদ হলো অ্যাঙ্গোলা বনাম আর্জেন্টিনা প্রীতি ম্যাচের সরাসরি সম্প্রচার এই অঞ্চলের কোনো টেলিভিশন চ্যানেলে থাকছে না। ফলে, স্থানীয় ভক্তদের ম্যাচটি দেখতে নির্ভর করতে হবে অনলাইন প্ল্যাটফর্মের ওপর।

ট্যাগ: লিওনেল মেসি lionel messi মেসি আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ Argentina vs Angola Argentina football team Argentina friendly match Messi Argentina আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলা বনাম আর্জেন্টিনা সময়সূচি Argentina Football News আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আর্জেন্টিনা খবর International Friendly Argentina Africa tour বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অ্যাঙ্গোলা ফুটবল AFA ফুটবল প্রীতি ম্যাচ অ্যাঙ্গোলা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর্জেন্টিনা সফর আর্জেন্টিনা ম্যাচের সময় অ্যাঙ্গোলা ম্যাচের সময় আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা ম্যাচ আর্জেন্টিনা ম্যাচ লাইভ ফুটবল ম্যাচ সময়সূচি আর্জেন্টিনা লাইভ আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা ২০২৫ অ্যাঙ্গোলা স্টেডিয়াম অ্যাঙ্গোলা ম্যাচ আপডেট প্রীতি ম্যাচ আর্জেন্টিনা আর্জেন্টিনা খবর বাংলা অ্যাঙ্গোলা ফুটবল ম্যাচ Angola independence Angola football Argentina match time Angola vs Argentina 2025 Argentina live stream Angola stadium Angola vs Argentina match schedule Argentina match update Angola vs Argentina live Argentina vs Angola highlights Argentina vs Angola kickoff time Angola Argentina Luanda Argentina vs Angola November 14 Argentina friendly 2025 Angola vs Argentina live telecast Messi friendly match

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত