ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচিত সরকার: ড. মোশাররফ      

২০২৫ নভেম্বর ১৬ ১৮:৪১:৫৫








গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচিত সরকার: ড. মোশাররফ




 
 



 

নিজস্ব প্রতিবেদক :বুধবার কুমিল্লার দাউদকান্দি সদরে শহীদ রিফাত পার্কের সামনে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের শক্তিই দেশের মূল শক্তি, তাই নির্বাচনের পথে ফ্যাসিবাদী হুমকি কোনভাবেই দেশকে অস্থির করতে পারবে না।

সমাবেশে তিনি আরও বলেন, ধানের শীষ প্রার্থীর প্রতি গণজোয়ার দেখে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর, এবং জনগণ ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে তাদের পছন্দমতো দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সরকার নির্বাচিত করবে।

ড. মোশাররফ জুলাই আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা দেশের মানুষ ইতোমধ্যেই গ্রহণ করেছে।

তিনি জনগণকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।

সমাবেশ শেষে ড. মোশাররফ হাজার হাজার নেতাকর্মীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল পরিচালনা করেন। মিছিল শহীদ রিফাত পার্ক থেকে শুরু হয়ে দোনারচর সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা হয়ে বিশ্বরোড পর্যন্ত যায়।

এতে দাউদকান্দি উপজেলার সকল ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে কুমিল্লা উত্তর জেলা সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন। সমাবেশ ও মিছিলের মাধ্যমে বিএনপি নির্বাচনী প্রস্তুতি এবং জনগণের শক্তির দৃঢ়তা প্রদর্শন করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত