ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

নভেম্বরের প্রথম ১৫ দিনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ডুয়া নিউজ

২০২৫ নভেম্বর ১৬ ১৮:৫৮:০৮

নভেম্বরের প্রথম ১৫ দিনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে ১৫২ কোটি মার্কিন (১.৫২ বিলিয়ন) ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, এই ১৫ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা ১২৩৮ কোটি টাকা করে। এই ধারা অব্যাহত থাকলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে বাংলাদেশ ব্যাংক ধারণা করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই ১৫ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৩৫ কোটি ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে (কৃষি ব্যাংক) ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে প্রায় ২৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি (২০২৫-২৬) অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের (জুলাই-১০ নভেম্বর ২০২৪) ৯৭৫ কোটি ডলারের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় ছিল- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি ছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত