ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

এখন চলছে আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ: সরাসরি দেখুন(LIVE)

২০২৫ নভেম্বর ১৪ ২০:৫৫:৩০

এখন চলছে আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ: সরাসরি দেখুন(LIVE)

সরকার ফারাবী: অপেক্ষার পর্দা নামল ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বের সবচেয়ে নজরকাড়া ম্যাচগুলোর একটি এখন চলছে। ‘রাউন্ড অব ৩২’-এ মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা U-17 ও মেক্সিকো U-17।

ম্যাচের ঘড়িতে মাত্র ১ মিনিট (1') পার হয়েছে। খেলা শুরু হতেই দুই দলই প্রতিপক্ষের শক্তি ও কৌশল যাচাই করে নিচ্ছে। স্কোরলাইন এখনো ০-০, কেউই গোলের দেখা পায়নি।

এটি একেবারে বাঁচা-মরার লড়াই এই ম্যাচের বিজয়ী দল সরাসরি উঠবে রাউন্ড অব ১৬-এ। ফলে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে Aspire Zone – Pitch 2 স্টেডিয়ামে।

ম্যানেজার ও রিজার্ভ বেঞ্চ

আর্জেন্টিনার ডাগআউটে নির্দেশনা দিচ্ছেন ডিয়েগো প্লাসেন্টে (D. Placente) এবং মেক্সিকোর দায়িত্বে আছেন কার্লোস কারিনো (C. Cariño)। দুই কোচই সেরা স্কোয়াড নামিয়ে মাঠে নামিয়েছেন।

রিজার্ভ বেঞ্চেও রয়েছে খেলায় মোড় ঘোরাতে সক্ষম একাধিক তারকা।

আর্জেন্টিনার বদলি তালিকায় আছেন জেরোনিমো গোমেজ মাত্তার, উরিয়েল ওজেদা, হুয়ান ম্যানুয়েল সেন্টুরিয়নসহ আরও অনেকেই।

মেক্সিকোর বদলিদের মধ্যে রয়েছেন আদ্রিয়ান ভিলা, ম্যাক্সিমো রেয়েস, ইগনাসিও লোপেজ যারা যে কোনো সময় মাঠে নেমে ম্যাচে প্রভাব ফেলতে পারেন।

সরাসরি ম্যাচ দেখুন

ম্যাচটি সরাসরি লাইভ দেখতে এখানেক্লিককরুন।

যারা লাইভ দেখতে চান তাদের জন্য সুখবর ম্যাচটির লাইভ সম্প্রচার চলছে FIFA+ ওয়েবসাইটে। মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ যেকোনো ডিভাইস থেকে এখনই FIFA+ এ গিয়ে বিনামূল্যে খেলা উপভোগ করা যাচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত