ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

শেষ হল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন

২০২৫ নভেম্বর ১৩ ২১:১২:৩৮

শেষ হল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন শেষ করতে একটি ব্যয় সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন। এটি হচ্ছে এমন একটি আইন, যা সরকারের কার্যক্রমকে সাময়িকভাবে পুনরায় চালু করছে।

বুধবার রাতে, প্রতিনিধি পরিষদ ২২২-২০৯ ভোটে বিলটি অনুমোদনের কয়েক ঘণ্টা পর এবং সিনেটে একই প্যাকেজ স্বল্প ব্যবধানে পাস হওয়ার দুই দিন পরে ট্রাম্প ওভাল অফিসে স্বাক্ষর করেন।

তিনি বলেন, ৪৩ দিনের শাটডাউনের সময় “মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে” এবং এখন সরকার “স্বাভাবিক কার্যক্রমে ফিরবে”।

অক্টোবর থেকে বহু সরকারি সেবা বন্ধ ছিল, প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া ছুটিতে ছিলেন বা বিনা বেতনে কাজ করছিলেন। খাদ্য সহায়তা কার্যক্রমও অনিশ্চয়তায় ছিল এবং দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হয়েছে। উল্লেখ্য, এই বিল কেবল ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারের কার্যক্রম চালানোর অর্থ বরাদ্দ করছে। এরপরে আইনপ্রণেতাদের আবারও অর্থায়নের ব্যবস্থা করতে হবে।

আইনে স্বাক্ষরের আগে ট্রাম্প বারবার শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেন। তিনি বলেন, “তারা পুরোপুরি রাজনৈতিক কারণে এটি করেছে।” সিনেটে সংখ্যাগরিষ্ঠ না হলেও ডেমোক্র্যাটরা শাটডাউন ঘটাতে সক্ষম হন, কারণ রিপাবলিকানদের পক্ষে ৬০ ভোটের সীমা থেকে সাত ভোট কম ছিল।

প্রথমে ডেমোক্র্যাটরা বিলের সমর্থন দিতে অস্বীকৃতি জানায়, দাবি করে যে রিপাবলিকানরা নিম্ন-আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্যবীমা ভর্তুকি বাড়াতে সম্মত হোক। তবে রিপাবলিকানরা বলেছিল, স্বাস্থ্যবীমা নিয়ে আলোচনা সরকার পুনরায় চালু হওয়ার পর হতে পারে। অবশেষে, রোববার আটজন সিনেট ডেমোক্র্যাট দলীয় অবস্থান থেকে সরে এসে বিল পাসে সহায়তা করেন, স্বাস্থ্যবীমা ভর্তুকি নিয়ে ডিসেম্বর মাসে ভোটের প্রতিশ্রুতির বিনিময়ে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত