ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
পতনে নিমজ্জিত শেয়ারবাজার, বিনিয়োগকারীদের আস্থাহীনতা চরমে
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনে নিমজ্জিত দেশের শেয়ারবাজার। এরফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতা চরমে পৌছেছে। ডিভিডেন্ড মৌসুমে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের মধ্যে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাজারকে ফেলে দেয়ার জন্য একের পর এক বিতর্কিত এবং বিনিয়োগকারীদের স্বার্থ পরিপন্থি নির্দেশনা জারি করছে। যার নেতিবাচক প্রভাবে ধারাবাহিক দরপতন হচ্ছে শেয়ারবাজারে। আর এই দরপতন এতই চরম আকার ধারণ করেছে যে, আজ (১৩ নভেম্বর) সূচক কমেছে প্রায় ১২৩ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টদের মতে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাজারকে ধ্বংসের পাঁয়তারা করছে নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থায় সাবেক ফ্যাসিস্টের দোসরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে সরকারকে বেকায়দায় ফেলতে শেয়ারবাজারকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে। বাজারকে স্থিতিশীল পর্যায়ে ফেরানোর জন্য কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বিনিয়োগকারীদেরকে বাজারের প্রতি নিরুৎসাহী করতেই তারা এমন খেলায় মেতে উঠেছে। যে কারণে তারা বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নিচ্ছে। এর থেকে উত্তোরনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত এই সংস্থাকে অভিজ্ঞ ও সৎ লোক নিয়োগ দিয়ে প্রতিটি পদ ঢেলে সাজানো।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২২.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০২.৬৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৮.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৭৬.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৭.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫১.২৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫টির দর বেড়েছে, ৩৫২টির দর কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯০ কোটি ১৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৩ কোটি ২১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৯.০১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২০.৮৬ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে