ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

রাজনীতি থেকে আওয়ামী লীগের নাম-নিশানা মুছে যাবে: হাদী

২০২৫ নভেম্বর ১৩ ১৫:০১:১৪

রাজনীতি থেকে আওয়ামী লীগের নাম-নিশানা মুছে যাবে: হাদী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম-নিশানা ভবিষ্যতে থাকবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতৃত্ব দিলেও যুদ্ধ করেছে দেশের সাধারণ মানুষ কৃষক, শ্রমিক ও জনতা। অথচ স্বাধীনতার পর সেই মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন হাদী।

হাদী বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে কলকাতার হোটেলে ছিল, আর মুক্তিযুদ্ধ করেছে এখানকার জনগণ। এখন তারা বিদেশে বসে অনলাইনে লকডাউনের ডাক দেয় একজন (শেখ হাসিনা) দিল্লিতে, তার ছেলে আমেরিকায়। বিদেশে বসেই তারা বাংলাদেশের টাকায় বিলাসবহুল জীবনযাপন করছে।”

এর আগে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঠেকাতে বুধবার রাত থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে বাতাসা, মুড়ি, কলা, ডিম ও পাউরুটি খেয়ে তারা মিছিল নিয়ে গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছায়।

সেখানে বক্তব্যে শরীফ ওসমান হাদী বলেন, “আমাদের বিশ্বাস, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে কোনো নাম-নিশানা থাকবে না। সারারাত এখানে ছিলাম, সকাল থেকে যারা অবস্থান করছে তারা কেউ রাজনৈতিক পরিবারের সন্তান নয়। তারা সাধারণ অরাজনৈতিক তরুণ প্রজন্ম, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন তারাই রাজনৈতিক ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের মালিকানা নিজেদের কুক্ষিগত করেছিল, জুলাই গণঅভ্যুত্থান সেই মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে। এই আন্দোলনই প্রমাণ করেছে, দেশের প্রকৃত শক্তি জনগণ।”

শেষে শরীফ ওসমান হাদী বলেন, “আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে। দিল্লি তাদের সব বিনিয়োগ আওয়ামী লীগের ওপর করেছিল সেটাই তাদের সবচেয়ে বড় ভুল। এখন ভারতের উচিত সেই ভুল স্বীকার করে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের নতুন বাস্তবতাকে সম্মান করা। এতে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত