ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রযোজকের অপেশাদার আচরণে ক্ষুব্ধ তমা

২০২৫ নভেম্বর ১৩ ১১:২২:৫৫

প্রযোজকের অপেশাদার আচরণে ক্ষুব্ধ তমা

বিনোদন ডেস্ক: প্রায় এক যুগ পর তমা মির্জা অভিনীত সিনেমা ‘মন বোঝে না’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে ছবির মুক্তির ঘোষণায় খুশি হওয়ার পাশাপাশি অভিনেত্রী তমার মনে বিরক্তিও আছে। তিনি প্রযোজকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন।

আয়েশা সিদ্দিকা পরিচালিত এই সিনেমার বিষয়ে তমা বলেন, “আমরা শুটিং শেষ করেছি ১১ বছর আগে। তখন ছবিটি সময়োপযোগী ছিল। প্রচুর অর্থ বিনিয়োগ করে কাজ করা হয়েছিল। কিন্তু এত বছর পরে ছবি মুক্তি পাওয়ায় দর্শকরা আমাদের বর্তমান কাজের সঙ্গে তুলনা করবেন। এতে ছবির ক্ষতি হবে। শুভ ভাই ও আমি অনেকটাই বদলে গেছি আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও চেহারায় পরিবর্তন এসেছে।”

তিনি আরও বলেন, “একটি ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে মুক্তি দেওয়া উচিত। বেশি সময় ধরে ছবি আটকানো হলে ছবির মেরিট নষ্ট হয় এবং শিল্পীর সুনামেও প্রভাব পড়ে। প্রযোজককে আমরা বুঝি, তিনি অনেক টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু এত পুরনো সিনেমা হঠাৎ মুক্তি দেওয়ায় দর্শকও হতাশ, আমরাও হতাশ।”

তমা বলেন, “প্রযোজকের অবশ্যই অধিকার আছে ছবি মুক্তি দেওয়ার, কিন্তু এই প্রক্রিয়ায় প্রধান অভিনয়শিল্পীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমাদের মতামত নেওয়ার প্রয়োজনীয়তাও মনে করা হয়নি। এটা অপেশাদার আচরণের চূড়ান্ত মাত্রা।”

তমাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘দাগি’ সিনেমায়, যা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। শিহাব শাহীন পরিচালিত ছবিতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। তমা-শুভ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সুনেহার বিনতে কামাল, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম ও মনিরা মিঠু।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত