ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নতুন লেনদেনের আওতায় ফ্যামিলিটেক্সের শেয়ার

২০২৫ নভেম্বর ১২ ১২:৫৮:৩৬

নতুন লেনদেনের আওতায় ফ্যামিলিটেক্সের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক টাকার নিচে লেনদেন হওয়া সিকিউরিটিগুলোর জন্য টিক সাইজ ০১ পয়সা নির্ধারণের যে সিদ্ধান্ত নিয়েছে, তার আওতায় এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। আজ বুধবার (১২ নভেম্বর) থেকে কোম্পানিটির লেনদেন নতুন টিক সাইজে সম্পন্ন হচ্ছে।

ডিএসই জানিয়েছে, ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে এক টাকার নিচে মূল্যমানের সিকিউরিটিগুলোর ক্ষেত্রে সংশোধিত টিক সাইজ ০১ পয়সা প্রযোজ্য করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ফ্যামিলিটেক্সের বাজারদর কমে ৯০ পয়সায় নেমে আসায় কোম্পানিটি এখন এই নিয়মের আওতায় এসেছে।

এর ফলে বিনিয়োগকারীরা এখন থেকে ফ্যামিলিটেক্সের শেয়ার ০১ পয়সা ব্যবধানে ক্রয়-বিক্রয় করতে পারবেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য লেনদেন আরও সহজ হবে এবং দরের অতি ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

ডিএসইর নতুন টিক সাইজ নীতি মূলত কমদামী শেয়ারের লেনদেন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপ বিনিয়োগকারীদের সহজে শেয়ার লেনদেনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত