ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নতুন নামে যাত্রা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের

২০২৫ নভেম্বর ১২ ১২:১৫:৫১

নতুন নামে যাত্রা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড- এর নাম পরিবর্তন অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। এখন থেকে কোম্পানির নতুন নাম হবে ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তনটি আগামী ১৩ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। অর্থাৎ, ওই তারিখের পর থেকে কোম্পানিটি নতুন নামেই লেনদেন ও কার্যক্রম পরিচালনা করবে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, নাম পরিবর্তন ছাড়া প্রতিষ্ঠানের বাকি সব তথ্য, কাঠামো ও কার্যক্রম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর, শেয়ার কাঠামো, আর্থিক অবস্থা কিংবা অন্যান্য আইনি দিকগুলোতে কোনো পরিবর্তন আসছে না।

বাজার বিশ্লেষকদের মতে, নামের শেষে “পিএলসি সংযোজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন আরও স্পষ্টভাবে পাবলিক লিমিটেড কোম্পানির পরিচয় বহন করবে, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি কোম্পানির ব্র্যান্ড ইমেজ ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত