ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

শীতে ডেঙ্গু ভয়াবহ আকার নিতে পারে: বিশেষজ্ঞদের হুঁশিয়ারি

২০২৫ নভেম্বর ০৯ ১৫:২৬:৫৪

শীতে ডেঙ্গু ভয়াবহ আকার নিতে পারে: বিশেষজ্ঞদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক :বরগুনায় চলতি বছরের প্রথম আট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। এ সময়ে ৬৫ জন মারা গেছেন, যা দেশের অন্য কোনো জেলায় এত বেশি নয়। সারাদেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ। রাজধানীর বাইরের জেলা ও উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা মোটের ৬৫ শতাংশ হলেও সেখানে মশা নিয়ন্ত্রণের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সিটি করপোরেশনগুলোতেও ডেঙ্গু মোকাবেলায় যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, আগামী ৩০ থেকে ৪০ বছরে মফস্বলে ডেঙ্গু ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেবে। পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে এটি আটকানো সম্ভব নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. কবিরুল বাশারও উল্লেখ করেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রচারাভিযান বেশি হলেও বৈজ্ঞানিক পদ্ধতিতে কার্যকর নিয়ন্ত্রণ না করা পর্যন্ত ফল পাওয়া যায় না। এডিস ও কিউলেক্স মশার জীবনচক্র ও আচরণ আলাদা হওয়ায় সঠিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ অপরিহার্য, যা সিটি করপোরেশনগুলো বুঝতে পারছে না।

চলতি মাসে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, অথচ সতর্কবার্তা থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু মৃত্যুর সংখ্যা বেশি হলেও কর্তৃপক্ষ এটিকে তথ্যজনিত ভুল হিসেবে দেখছে। প্রধান নির্বাহী জহিরুল ইসলাম জানিয়েছেন, জনবল সংকটের কারণে নিয়মিত ওষুধ বিতরণ সম্ভব হচ্ছে না। বর্তমানে বিশেষ কর্মসূচি চালানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে জনবল ও সুশীল সমাজকে যুক্ত করার চেষ্টা চলছে। কীটতত্ত্ববিদরা সতর্ক করেছেন, শীতের আগেও এডিস মশাবাহিত রোগের প্রকোপ কমবে না এবং ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত