ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
এআই অবকাঠামোতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মেটা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে মেটা। আগামী তিন বছরে প্রতিষ্ঠানটি দেশে বিশাল অঙ্কের মূলধনী বিনিয়োগ করবে, যার মধ্যে নতুন ডেটা সেন্টার নির্মাণ থেকে শুরু করে প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির মতো খাতগুলো অগ্রাধিকার পাবে।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডিনার বৈঠকে মেটার সিইও মার্ক জুকারবার্গ জানান, কোম্পানি যুক্তরাষ্ট্রে অন্তত ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। তার ভাষায়, “ভবিষ্যতের প্রযুক্তিগত চাহিদা পূরণে সক্ষম থাকতে আমাদের পরিকাঠামো এখন থেকেই শক্তিশালী করতে হবে।”
বর্তমানে মেটা এআই পরিচালনায় সক্ষম একাধিক বৃহৎ ডেটা সেন্টার নির্মাণ করছে। এর মধ্যে টেক্সাসে ১.৫ বিলিয়ন ডলারের একটি নতুন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা হবে বিশ্বের বিভিন্ন স্থানে তাদের ২৯তম ডেটা হাব। পাশাপাশি লুইজিয়ানায় আরও একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নে ব্লু আউল ক্যাপিটালের সঙ্গে ২৭ বিলিয়ন ডলারের ফাইন্যান্সিং চুক্তি সম্পন্ন হয়েছে।
অক্টোবরে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এআই সক্ষমতা বৃদ্ধির কারণে আগামী অর্থবছরে কোম্পানির মূলধন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে। জুকারবার্গ বলেন, “আমরা আমাদের কম্পিউটিং শক্তি অগ্রিম বৃদ্ধি করছি, যাতে দ্রুততা ও দক্ষতায় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারি।”
বিশ্লেষকদের মতে, এই বিশাল বিনিয়োগ মেটাকে বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নেতৃত্বে রাখবে এবং যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে নতুন চাকরির সুযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবে। সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে গিয়ে এআই-ভিত্তিক সেবা ও উদ্ভাবনকে ভবিষ্যতের মূল চালিকাশক্তি করতে চাইছে মেটা—এই ঘোষণা সেই লক্ষ্যকেই আরও স্পষ্ট করে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন