ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
“দেশকে দুর্নীতি-দুঃশাসনমুক্ত করতে কোনো আপস করবে না জামায়াত”
নিজস্ব প্রতিবেদক: ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করতে জামায়াতে ইসলামী কোনো ধরনের আপস করবে না বলে মন্তব্য করেছেন দলের আমির ও ঢাকা-১৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “জামায়াত শুধু প্রতিশ্রুতির রাজনীতি করে না, আমরা কথার সঙ্গে কাজের মিল রাখতে বদ্ধপরিকর। দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই আমাদের অঙ্গীকার।”
গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।
ডা. শফিকুর রহমান বলেন, “কিছু দল নির্বাচনের আগে বাংলাদেশকে আমেরিকা বা কানাডার মতো বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সে প্রতিশ্রুতি ভুলে যায়। বিগত ৫৪ বছরে দেশের মানুষ এসব প্রতারণার শিকার হয়েছে। এখন সময় এসেছে এসব ধোকাবাজ রাজনীতিকে ‘না’ বলার।”
তিনি আরও বলেন, “ভোটারদের কথামালার ঝলকানিতে বিভ্রান্ত হলে চলবে না, বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”
জাতীয় সার্বভৌমত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দেশ কারও নির্দেশে চলবে না। কাউকে ‘দাদা’ বা ‘বড় ভাই’ হিসেবে মানা হবে না। পররাষ্ট্রনীতিতে কারও প্রতি বৈরিতা নয়, তবে কারও রক্তচক্ষুকেও ভয় করা হবে না।”
তিনি বলেন, “যুব সমাজকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই আত্মনির্ভর হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমরা এমন এক প্রজন্ম চাই যারা উদ্যোগী, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নেবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “অতীত নিয়ে লড়াই করতে করতে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তনের।”
তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের সরকার গঠনের সুযোগ দিলে আমরা নৈতিক ও আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করবো, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করবো এবং সভ্য ও উন্নত দেশগুলোর সঙ্গে সম্প্রীতিনির্ভর সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।”
সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান রাজধানীর পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমার নামাজ, বাইতুল আরাফা মসজিদে আসর ও বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশেও তিনি বক্তব্য রাখেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস