ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ এনেছে, তবে মিত্র চিনতে ভুল হচ্ছে: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, "শহীদ জিয়াকে যারা দানব আকারে হাজির করেছে, জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে এবং তাকে মিলিটারি রুলার হিসেবে সাজিয়েছে, তারাই আজ বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে।"
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ডাকসু আয়োজিত ‘জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা: বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম আরও বলেন, "জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি তা শহীদদের আত্মত্যাগের ফল। কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষার কথা শুধু বলেই যাই, আমাদের শত্রু ও মিত্রকে চিনতে ভুলে যাই।" তিনি ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনে সিপাহি-জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেছিল এবং জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ। তিনি দেখিয়েছেন কীভাবে গণমানুষের জন্য কাজ করতে হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হয় এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়।
ডাকসু ভিপি কালচারাল ফ্যাসিস্টদের কঠোর সমালোচনা করে বলেন, "আজ সেই কালচারাল ফ্যাসিস্টরা, যারা বাংলাদেশে গুম-খুন, অন্যায়, নির্যাতনের সংস্কৃতি কায়েম করেছিল, তারা এখন বিএনপির বুদ্ধিজীবী শাখায় প্রবেশের চেষ্টা করছে।" তিনি এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান, "সেটা জামায়াত হোক, বিএনপি হোক, এনসিপি হোক বা বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দল। এই কালচারাল ফ্যাসিস্টরা যদি সুযোগ পায়, তারা আবারও দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবে, শাহবাগের সংস্কৃতি কায়েম করবে, বাংলাদেশের ভবিষ্যৎকে বিপন্ন করবে। তাই তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধ সবসময় জারি রাখতে হবে।"
তিনি আশা প্রকাশ করেন, জুলাই মাসের মতো ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে শহীদদের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলে একসঙ্গে লড়বেন। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির মুখপাত্র মাহদী আমিন, লেখক ও ইসলামী ব্যাংক সাবেক এমডি আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ঢাবির কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বক্তব্য রাখেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি