ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

জাহানারা আলমের অভিযোগের বিষয়ে যে বার্তা দিলেন তামিম ইকবাল

২০২৫ নভেম্বর ০৭ ১৭:১১:৩৫

জাহানারা আলমের অভিযোগের বিষয়ে যে বার্তা দিলেন তামিম ইকবাল

সরকার ফারাবী: জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের উত্থাপিত গুরুতর অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন দেশের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। তিনি বলেন, এসব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং বিষয়টি যেন নিরপেক্ষভাবে তদন্ত হয় তা নিশ্চিত করা প্রয়োজন।

তামিম স্পষ্টভাবে জানান, জাহানারার অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তা একেবারেই অগ্রহণযোগ্য। এটি শুধু একজন ক্রিকেটারের ব্যাপার নয়, বরং যে কোনো নারী বা খেলোয়াড়ের ক্ষেত্রেই এমন আচরণ মেনে নেওয়া যায় না।

স্বচ্ছ তদন্তের আহ্বান

বিসিবির গঠিত তদন্ত কমিটিকে স্বাগত জানালেও তামিম মনে করেন, বিষয়টি আরও স্বচ্ছতার সঙ্গে অনুসন্ধান করা জরুরি। তাঁর বক্তব্য, বিসিবির কমিটি আছে ঠিকই, কিন্তু আমি মনে করি স্বাধীন একটি তদন্ত কমিটি হওয়া উচিত যেখানে বিসিবির কেউ থাকবে না। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের অধীনে এমন একটি কমিটি গঠন করলে পক্ষপাতের কোনো সুযোগ থাকবে না।

ন্যায়বিচারের তাগিদ

তামিম জোর দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। তদন্ত শেষে দোষী প্রমাণিত যে-ই হোক না কেন, তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।তিনি আরও যোগ করেন, জাহানারা যা বলেছেন তা অবহেলা করা উচিত হয়নি। দ্রুত উড়িয়ে না দিয়ে যাচাই-বাছাই করে দেখাই ছিল সঠিক পথ।

নারী ক্রিকেটারদের প্রতি আহ্বান

তামিম সকল ভুক্তভোগী নারী ক্রিকেটারদের সাহস করে সামনে আসার আহ্বান জানান। তাঁর ভাষায়, যাঁরা নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন, তাঁরা কথা বলুন মুখে, লেখায়, কিংবা ইঙ্গিতে যেভাবেই হোক। আমরা অনেকে আপনাদের পাশে আছি।

তিনি বিশ্বাস করেন, অভিযোগ প্রকাশ্যে আসলে সত্য উন্মোচিত হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা

তামিম সতর্ক করে বলেন, যদি এই অভিযোগের যথাযথ তদন্ত ও ন্যায়বিচার না হয়, তাহলে ভবিষ্যতের মেয়েরা হয়তো ক্রিকেট বা অন্য কোনো খেলায় পেশা হিসেবে আগ্রহ হারাবে। আমরা সেটা হতে দিতে পারি না। দেশের প্রতিটি নারী ক্রীড়াবিদ যেন নিরাপদভাবে খেলতে পারে এটাই আমাদের দায়িত্ব।

বর্তমানে জাহানারার অভিযোগ নিয়ে আলোচনার ঝড় বইছে ক্রীড়াঙ্গনে। বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকরা দাবি তুলেছেন সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের, যাতে বিষয়টি সঠিকভাবে বিচার পায়।

তামিমের মতে, যেভাবেই ফলাফল আসুক না কেন, তা যেন ন্যায়বিচার ও স্বচ্ছতার মানদণ্ডে মূল্যায়িত হয় এই আশা এখন পুরো দেশের।

ট্যাগ: তামিম ইকবাল বাংলাদেশ নারী দল বিসিবি ন্যায়বিচার ক্রিকেট বিতর্ক bcb bangladesh cricket বাংলাদেশ ক্রিকেট খেলাধুলা খবর নারী অধিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বিশ্লেষণ ক্রিকেট সংবাদ tamim iqbal বাংলাদেশ নারী ক্রিকেট Cricket News Bangladesh women cricket Bangladesh national team Bangladesh Sports women empowerment জাহানারা আলম বিসিবি তদন্ত ক্রীড়াঙ্গন নারী ক্রিকেট বিতর্ক জাহানারার অভিযোগ তামিমের প্রতিক্রিয়া স্বাধীন তদন্ত কমিটি ক্রিকেট হয়রানি জাহানারা সংবাদ তামিম ইকবাল খবর জাহানারা ইস্যু তামিম সংবাদ নারী ক্রীড়া নিরাপত্তা Jahanara Alam Jahanara Allegations Tamim Reaction Independent Investigation Cricket Controversy Women’s Sports Rights Cricket Harassment Women Cricketers BCB Committee Fair Justice Tamim Statement Jahanara Case Sports News Bangladesh Cricket Scandal Player Protection Sports Investigation Cricket Integrity

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত