ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

২০২৫ নভেম্বর ০৭ ১৬:০৪:৩০

হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে আসা অর্থ অবৈধভাবে মানি এক্সচেঞ্জের মাধ্যমে পাচারের অভিযোগে লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহর আর্থিক কর্মকাণ্ডে জড়িত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হিজবুল্লাহকে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পাঠিয়েছে। এর বেশিরভাগ অর্থ এসেছে লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, এই অর্থ ব্যবহার করে হিজবুল্লাহ তাদের আধাসামরিক বাহিনী পরিচালনা, সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠন এবং লেবানন সরকারের সার্বভৌম কর্তৃত্ব দুর্বল করার চেষ্টা করছে।

অর্থ মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি জন হার্লি এক বিবৃতিতে বলেন, লেবাননের স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। তবে সেটি তখনই সম্ভব হবে, যখন হিজবুল্লাহ সম্পূর্ণভাবে নিরস্ত্র হবে এবং ইরানের প্রভাব ও অর্থায়ন থেকে মুক্তি পাবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ঘোষণার আগেই ইসরাইল লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে। প্রায় এক বছর আগে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা এখনও বলবৎ থাকলেও, তার মাঝেই হামলা চালিয়েছে তেল আবিব।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে ইসরাইলি হামলায় একজন নিহত হন এবং বিকেলে আরও একজন আহত হন। এর মধ্যেই লেবানিজ সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর ঘাঁটি অপসারণে অভিযান শুরু করেছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত