ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

উত্তর কোরিয়া আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো

২০২৫ নভেম্বর ০৭ ১৫:০৭:১৫

উত্তর কোরিয়া আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো

নিজস্ব প্রতিবেদক :দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদনের মাত্র এক সপ্তাহের মাথায় উত্তর কোরিয়া অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (৭ নভেম্বর) উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ বিষয়ে এএফপি সূত্রে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে এবং জাপান সাগরে গিয়ে পড়ে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের কোরিয়া সফরের সময়ও উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। ২০১৯ সালে কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ক শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ায়, পিয়ংইয়ং বারবার নিজেকে ‘অপরিবর্তনীয়’ পরমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছেন। ডিজেলচালিত সাবমেরিনের তুলনায় এই সাবমেরিনগুলো অনেক বেশি সময় পানির নিচে থাকতে পারে, কারণ এগুলোকে ব্যাটারি রিচার্জের জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয় না। বিশ্লেষকরা মনে করছেন, এটি দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

বিশ্বের শক্তিধর দেশগুলো—মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য—ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণে অগ্রগতি অর্জন করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত