ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ মার্টিনেজসহ আরো অনেকে-সুযোগ পাচ্ছেন যারা

২০২৫ নভেম্বর ০৭ ১১:০৫:৩০

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ মার্টিনেজসহ আরো অনেকে-সুযোগ পাচ্ছেন যারা

সরকার ফারাবী: আসন্ন নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উইন্ডো সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দলে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি, তবে বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজসহ একাধিক অভিজ্ঞ খেলোয়াড় এবার বিশ্রামে রয়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ, যাদের জন্য এটি হতে যাচ্ছে জাতীয় দলে প্রথম আহ্বান।

নতুন মুখ ও তরুণদের সুযোগ

বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে এবার স্কালোনি তরুণদের দিকে নজর দিয়েছেন। গোলবারে দেখা যাবে নতুন রক্ত জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজকে। স্কালোনি বলেন, এটি ভবিষ্যতের বিনিয়োগ। আমরা চাই নতুন প্রজন্ম বড় ম্যাচের চাপ নিতে শিখুক এবং অভিজ্ঞতা অর্জন করুক।

বিদেশভিত্তিক খেলোয়াড়দের প্রাধান্য

নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে। তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দেশীয় লিগের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বোকা জুনিয়র্সের লিয়েন্দ্রো পারেদেস ও রিভার প্লেটের গনজালো মন্টিয়েলসহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকা বাদ পড়েছেন।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, স্থানীয় ক্লাবের খেলা যাতে ব্যাহত না হয়, তাই স্কালোনির সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুনদের অভিষেক ও প্রত্যাবর্তন

দলে জায়গা পেয়েছেন তিন তরুণ তারকা জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। তাদের পারফরম্যান্স ইউরোপের ক্লাব ফুটবলে নজর কেড়েছে, এবার সেই প্রতিভার পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন তারা।

জোয়াকিন পানিচেল্লি (২৩) – ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের ফরোয়ার্ড; চলতি মৌসুমে ১১ ম্যাচে ৯ গোল করে দুর্দান্ত ফর্মে আছেন।

জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি (১৯) – পর্তুগালের বেনফিকার তরুণ ফরোয়ার্ড, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স।

ম্যাক্সিমো পেরোনে (২২) – ইতালির কোমো ক্লাবের মিডফিল্ডার; বল কন্ট্রোল ও পাসিং ভিশনের জন্য পরিচিত।

ভ্যালেন্টিন বার্কো (২০) – ডিফেন্ডার হিসেবে ফিরেছেন; ১১ ম্যাচে এক গোল ও চারটি অ্যাসিস্ট তার ঝুলিতে।

অভিজ্ঞদের উপস্থিতি: মেসিকে ঘিরে তারকারা

অভিজ্ঞ গোলরক্ষক না থাকলেও দলে আছেন মূল তারকারা রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, এবং জিওভান্নি লো সেলসো।

এছাড়া, চেলসি তারকা এনজো ফার্নান্দেজও নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে, যা আর্জেন্টিনার মিডফিল্ডে নতুন ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে।

আর্জেন্টিনার পূর্ণাঙ্গ স্কোয়াড (নভেম্বর ২০২৫)

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, জোয়াকিন পানিচেল্লি

ট্যাগ: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আর্জেন্টিনা দল ঘোষণা ওয়াল্টার বেনিতেজ জেরোনিমো রুলি এনজো ফার্নান্দেজ ArgentinaFootball আর্জেন্টিনা জাতীয় দল স্কালোনি স্কোয়াড নভেম্বর প্রীতি ম্যাচ এমিলিয়ানো মার্টিনেজ বিশ্রাম জোয়াকিন পানিচেল্লি জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ম্যাক্সিমো পেরোনে ভ্যালেন্টিন বার্কো রদ্রিগো ডি পল হুলিয়ান আলভারেজ নিকোলাস ওটামেন্ডি নিকোলাস গঞ্জালেস ক্রিস্টিয়ান রোমেরো বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আর্জেন্টিনা দল তালিকা নতুন ফুটবলার ArgentinaNationalTeam LionelMessi ScaloniSquad ArgentinaFriendlyMatch ArgentinaVsAngola ArgentinaTeamNews EmilianoMartinezRested GeronimoRulli WalterBenitez JoaquinPanichelli GianlucaPrestianni MaximoPerrone ValentinBarco RodrigoDePaul LautaroMartinez JulianAlvarez EnzoFernandez NicolasOtamendi NicolasGonzalez CristianRomero ArgentinaSquad2025 ArgentinaYoungTalents MessiCaptain ArgentinaFriendly2025

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ