ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
বিসিবি ছাড়লেন সালাহউদ্দিন, যাচ্ছেন আফগানিস্তান ক্রিকেটে
সরকার ফারাবী: বাংলাদেশ ক্রিকেটের বহুল আলোচিত কোচ মোহাম্মদ সালাহউদ্দিন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহকারী কোচ পদ থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে, তিনি এখন আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবে নতুন অধ্যায়ে যাত্রা শুরুর পথে।
বিসিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান সালাহউদ্দিন। বুধবার সকালে তিনি বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের সিদ্ধান্ত ও কারণ ব্যাখ্যা করেন।
বিতর্কে ক্লান্ত, আত্মসম্মানের জায়গা থেকে সিদ্ধান্ত
দীর্ঘদিন ধরে দলের ভেতরে ‘সিন্ডিকেট তৈরি’, ‘খেলোয়াড় বাছাইয়ে পক্ষপাত’, ‘ড্রেসিংরুমে অস্থিরতা’ এসব অভিযোগের মুখোমুখি ছিলেন সালাহউদ্দিন। বিশেষ করে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থতার পর সমালোচনার ঝড় আরও তীব্র হয়।
তিনি বোর্ডকে জানিয়েছেন দলের বৃহত্তর স্বার্থে এবং নিজের আত্মসম্মান রক্ষায় আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।
আফগানিস্তান থেকে আকর্ষণীয় প্রস্তাব
তার পদত্যাগের খবর প্রকাশের পরপরই ক্রিকেট মহলে জোর গুঞ্জন সালাহউদ্দিন যাচ্ছেন আফগানিস্তান জাতীয় দলের কোচিং প্যানেলে।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তার অধীনে খেলা আফগান তারকা রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজলহক ফারুকি এই তিনজনই নাকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (ACB) তাকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের বর্তমান প্রধান কোচ জোনাথন ট্রট ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ। ট্রটের মেয়াদ শেষে বা তার সঙ্গে সমন্বয়ে সালাহউদ্দিনকে অন্তর্বর্তীকালীন বা সহকারী কোচ হিসেবে দেখা যেতে পারে।
ঠিক এক বছর পরই পদত্যাগ
২০২৩ সালের ৫ নভেম্বর বিসিবির সঙ্গে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন সালাহউদ্দিন। এক বছর পূর্ণ হওয়ার ঠিক দিনেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
তবে তিনি বোর্ডকে জানিয়েছেন, ইচ্ছা করলে তিনি আয়ারল্যান্ড সিরিজ (২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি) পর্যন্ত দায়িত্ব পালন করতে প্রস্তুত।
এছাড়া শোনা যাচ্ছে, জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেলে তিনি বিপিএলের কোনো নতুন ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবেও যোগ দিতে পারেন।
আজ বিকেলে বিসিবির সভায় সালাহউদ্দিনের পদত্যাগপত্র গৃহীত হবে কি না এ নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। একই সঙ্গে নজর এখন আফগানিস্তান বোর্ডের দিকেও তারা আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় কবে এবং বিসিবি এ নিয়ে কী প্রতিক্রিয়া জানায়, সেটিই এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন।
সব মিলিয়ে, বাংলাদেশ ক্রিকেটে চলছে এক নতুন কোচিং অধ্যায়ের সূচনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক