ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে মামদানি

২০২৫ নভেম্বর ০৪ ২১:৪৬:৪৯

নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে নতুন মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের নির্বাচনে মূলত তিন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার চেয়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি বিনামূল্যে শিশুসেবা, বাস ভাড়া বাতিল এবং অন্যান্য নাগরিকসেবা ও বাসাভাড়ার ক্ষেত্রে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করেছেন। তিনি নির্বাচিত হলে নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হবেন।

এদিকে, নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টির স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু এম. কুয়োমোর পক্ষে সরাসরি সমর্থন জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরেই তিনি ইঙ্গিত দিচ্ছিলেন যে কুয়োমোকেই তিনি এই প্রতিযোগিতায় বিজয়ী দেখতে চান।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, "আমার দায়িত্ব দেশের নেতৃত্ব দেওয়া। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, যদি মামদানি জয়ী হন, তাহলে নিউইয়র্ক সিটি সম্পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মুখে পড়বে।" তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটিকে কেবল ন্যূনতম ফেডারেল সহায়তা দেওয়া হবে। ট্রাম্প এমন একজন ডেমোক্র্যাটকে জয়ী দেখতে চেয়েছেন, যার সফলতার রেকর্ড আছে ও একজন ব্যর্থ কমিউনিস্টের চেয়ে ভালো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত