ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা আট দলের

২০২৫ নভেম্বর ০৩ ১৪:১১:৩৭

জুলাই সনদ বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা আট দলের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, নির্বাচন ঘনিয়ে এলেও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। জনগণ স্বচ্ছ ও নির্ভরযোগ্য নির্বাচন চায়, কিন্তু আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কার্যকর হবে না। তাই সনদের বাস্তবায়ন ও পৃথক গণভোট আয়োজন এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, আরপিও সংশোধন করা হলে তা আট দলীয় জোট মেনে নেবে না কারণ এতে রাজনৈতিক আস্থাহীনতা আরও বাড়বে।

তিনি জানান, ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হবে, আর ১১ নভেম্বর ঢাকায় হবে বিক্ষোভ সমাবেশ। মামুনুল হক আশা প্রকাশ করেন, সরকারের দেওয়া সাত দিনের সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে সমাধানে পৌঁছাবে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের বিশ্বাসযোগ্যতা আসবে না। তিনি জোর দিয়ে বলেন, গণভোটের সময় পরিবর্তন নয়, বরং জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তই হতে হবে অগ্রাধিকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত আন্দোলনের মাওলানা ইউনুছ আহমাদ, নেজামে ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, জাগপার রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা। এর আগে সকালে আটটি দলের যৌথ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং নির্বাচনের প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি কাঠামো স্পষ্ট না হলে জনগণ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় ভুগবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক সমঝোতা ও জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন স্থায়ী সমাধান দিতে পারবে না বলে মত দেন তারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত