ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
সরকার ফারাবী: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল এক নজিরবিহীন আর্থিক চুক্তিতে অংশ নিতে যাচ্ছে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার আমন্ত্রণে একটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দল। এই এক ম্যাচের জন্যই অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশন আর্জেন্টিনাকে দিচ্ছে প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় আনুমানিক ১৫৩ কোটি টাকার সমান বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রীতি ম্যাচের জন্য এটি অন্যতম বৃহৎ অর্থের চুক্তি।
অ্যাঙ্গোলার ঐতিহাসিক উদ্যোগ
আফ্রিকার ক্রীড়া সংবাদমাধ্যমগুলো, বিশেষত Sports News Africa, জানিয়েছে অ্যাঙ্গোলা তাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে তুলতেই এই ম্যাচ আয়োজন করছে। ১৯৭৫ সালের ১১ নভেম্বর পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নভেম্বরের মাঝামাঝি সময়ে এই বিশেষ ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এর আগে মরক্কোও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু অ্যাঙ্গোলার বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাবই শেষ পর্যন্ত সবকিছু ছাপিয়ে যায়।
বিশ্বকাপের আগে প্রস্তুতির মহড়া
বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা শীর্ষে অবস্থান করছে। আসন্ন বিশ্বকাপের আগে দলটি নিজেদের আরও প্রস্তুত করতে চাইছে। সম্প্রতি তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলেছে। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি তাই শুধু বাণিজ্যিক লাভ নয় বরং দল গঠনের দিক থেকেও গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ।
নতুন তারকাদের পরীক্ষা
প্রধান কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচটিকে তরুণ প্রতিভা যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে জায়গা করে নিতে যেসব নতুন মুখ নিজেকে প্রমাণ করতে চায়, তাদের ওপর থাকবে তার বিশেষ নজর।
তার পর্যবেক্ষণে থাকা কিছু উদীয়মান ফুটবলার:
ভ্যালেন্টিন বারকো
পানিসেল্লি (Panichelli)
ম্যাক্সিমো পেরোনে
লাউতারো রিভেরো
নিকো পাস
ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো
স্কালোনির আশা, এই ম্যাচগুলোর অভিজ্ঞতা ভবিষ্যৎ বিশ্বকাপের জন্য এই তরুণদের আরও পরিণত করে তুলবে।
ম্যাচের তারিখ
যদিও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (AFA) এখনও ম্যাচের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানায়নি, ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল আগ্রহ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়নদের আফ্রিকার মাটিতে নেমে মাঠ কাঁপাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি