ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা

২০২৫ নভেম্বর ০১ ২৩:৪৫:২০

আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা

সরকার ফারাবী: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল এক নজিরবিহীন আর্থিক চুক্তিতে অংশ নিতে যাচ্ছে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার আমন্ত্রণে একটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দল। এই এক ম্যাচের জন্যই অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশন আর্জেন্টিনাকে দিচ্ছে প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় আনুমানিক ১৫৩ কোটি টাকার সমান বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রীতি ম্যাচের জন্য এটি অন্যতম বৃহৎ অর্থের চুক্তি।

অ্যাঙ্গোলার ঐতিহাসিক উদ্যোগ

আফ্রিকার ক্রীড়া সংবাদমাধ্যমগুলো, বিশেষত Sports News Africa, জানিয়েছে অ্যাঙ্গোলা তাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে তুলতেই এই ম্যাচ আয়োজন করছে। ১৯৭৫ সালের ১১ নভেম্বর পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নভেম্বরের মাঝামাঝি সময়ে এই বিশেষ ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এর আগে মরক্কোও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু অ্যাঙ্গোলার বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাবই শেষ পর্যন্ত সবকিছু ছাপিয়ে যায়।

বিশ্বকাপের আগে প্রস্তুতির মহড়া

বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা শীর্ষে অবস্থান করছে। আসন্ন বিশ্বকাপের আগে দলটি নিজেদের আরও প্রস্তুত করতে চাইছে। সম্প্রতি তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলেছে। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি তাই শুধু বাণিজ্যিক লাভ নয় বরং দল গঠনের দিক থেকেও গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ।

নতুন তারকাদের পরীক্ষা

প্রধান কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচটিকে তরুণ প্রতিভা যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে জায়গা করে নিতে যেসব নতুন মুখ নিজেকে প্রমাণ করতে চায়, তাদের ওপর থাকবে তার বিশেষ নজর।

তার পর্যবেক্ষণে থাকা কিছু উদীয়মান ফুটবলার:

ভ্যালেন্টিন বারকো

পানিসেল্লি (Panichelli)

ম্যাক্সিমো পেরোনে

লাউতারো রিভেরো

নিকো পাস

ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো

স্কালোনির আশা, এই ম্যাচগুলোর অভিজ্ঞতা ভবিষ্যৎ বিশ্বকাপের জন্য এই তরুণদের আরও পরিণত করে তুলবে।

ম্যাচের তারিখ

যদিও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (AFA) এখনও ম্যাচের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানায়নি, ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল আগ্রহ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়নদের আফ্রিকার মাটিতে নেমে মাঠ কাঁপাতে।

ট্যাগ: ফিফা বিশ্বকাপ ২০২৬ আন্তর্জাতিক ফুটবল আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ ২০২৫ লিওনেল স্কালোনি Argentina vs Angola Argentina football team Argentina friendly match FIFA World Cup 2026 Argentina news Lionel Scaloni Argentina squad Messi Argentina আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা Argentina vs Angola Friendly আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আর্জেন্টিনা খবর আর্জেন্টিনা বনাম আফ্রিকা অ্যাঙ্গোলা বনাম আর্জেন্টিনা আর্জেন্টিনা অ্যাঙ্গোলা ম্যাচ ফি Argentina Angola Match Fee Argentina vs Angola 14 Million USD ১৫৩ কোটি টাকার ফুটবল ম্যাচ 153 Koti Taka Football Match Record Friendly Match Fee আর্জেন্টিনা প্রীতি ম্যাচ কত টাকা Argentina Proti Match Koto Taka Argentina Match Payment অ্যাঙ্গোলা আর্জেন্টিনা খেলা কবে Angola Argentina Khela Kobe Angola vs Argentina Date Angola football team Argentina Africa tour Argentina match 2025 international football news Argentina live updates Argentina upcoming matches আর্জেন্টিনা দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অ্যাঙ্গোলা ফুটবল লিওনেল মেসি খবর আর্জেন্টিনা স্কোয়াড ফুটবল নিউজ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ