ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ইস্তাম্বুলে বৈঠক শেষে শান্তির পথে পাকিস্তান-আফগানিস্তান

২০২৫ অক্টোবর ৩১ ০৯:৫০:৩৮

ইস্তাম্বুলে বৈঠক শেষে শান্তির পথে পাকিস্তান-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর অবশেষে পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য রাজি হয়েছে। যুদ্ধবিরতি সংক্রান্ত বিস্তারিত শর্ত নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। বৈঠকের আগ পর্যন্ত সংঘাত এড়িয়ে চলার দায়িত্ব দুই দেশের সরকার গ্রহণ করেছে।”

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত, যা প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ এবং ডুরান্ড লাইন নামে পরিচিত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল। উত্তেজনার মূল কারণ পাকিস্তানের তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যা আফগানিস্তানের তালেবানদের আশ্রয়প্রাপ্ত বলে পাকিস্তান অভিযোগ করে আসছে। আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলায় টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ ও ক্বারি সাইফুল্লাহ মেহসুদ নিহত হন। পাকিস্তান এই হামলায় আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হওয়া দাবি করে, যা নিয়ে ১১ অক্টোবর সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে হামলা চালায় আফগান সেনাবাহিনী। পাল্টা জবাবে পাকিস্তানও আক্রমণ চালায়। ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সংঘাতে তখন পর্যন্ত নিহত হন প্রায় ২০০ আফগান সেনা এবং ২৩ পাকিস্তানি সেনা।

অপরদিকে, ১৮ অক্টোবর দোহায় শুরু হওয়া বৈঠক পরে তুরস্কের ইস্তাম্বুলে স্থানান্তরিত হয়। ২৫ অক্টোবর থেকে বৈঠক চলতে থাকে, মাঝে তা ভেস্তে যাওয়ার ধমক থাকলেও কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তা পুনরায় শুরু হয় এবং ৩০ অক্টোবর যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত