ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ইউক্রেনে এক সপ্তাহ হামলা চালাবে না রাশিয়া, ট্রাম্পের দাবি
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের তীব্র শীত পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী এক সপ্তাহ দেশটিতে সব ধরনের হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইউক্রেনে এখন ভয়াবহ শীত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভসহ অন্যান্য শহরে হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলাম। তিনি আমার আহ্বানে সাড়া দিয়ে আগামী এক সপ্তাহ হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মধ্যকার আলোচনা ছিল খুবই চমৎকার।”
ইউক্রেনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার নাগাদ এটি মাইনাস ১৩ ডিগ্রিতে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। দেশটির ১২ লক্ষাধিক ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, এখনও ১০ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় প্রচণ্ড শীতে মানবেতর জীবন কাটাচ্ছে।
ট্রাম্পের এই ঘোষণার আগে গত বুধবার ইউক্রেনের এমপি অ্যালেক্সেই গোনচারেঙ্কো দাবি করেছিলেন, বিদ্যুৎ খাতে হামলা বন্ধে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে রাজি হননি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ এখনো চলছে। ট্রাম্পের দাবি অনুযায়ী এই এক সপ্তাহের বিরতি কার্যকর হলে তা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়দের জন্য সাময়িক হলেও বড় স্বস্তি বয়ে আনবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ