ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
খালেদা জিয়ার স্মরণে ভারতের পার্লামেন্টে শোকপ্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশের সাবেক সরকারপ্রধানের প্রয়াণে বিরল সংসদীয় সম্মান জানাতে যাচ্ছে ভারত। বাজেট অধিবেশনের সূচনালগ্নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে শোকপ্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পার্লামেন্ট।
বুধবার (২৮ জানুয়ারি) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা উভয় কক্ষেই এ শোকপ্রস্তাব বা ‘অবিচুয়ারি রেফারেন্স’ উপস্থাপন করা হবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে যে শোকের আবহ তৈরি হয়, তারই প্রতিফলন হিসেবে ভারতের পার্লামেন্টে এই স্মরণ সভার আয়োজন করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর নিজ নিজ কক্ষে কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদের পাশাপাশি খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে।
রাজ্যসভায় এদিন সাবেক সংসদ সদস্য এল গণেশন ও সুরেশ কলমাদিসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির স্মরণেও আলাদা শোকপ্রস্তাব উত্থাপনের সূচি রয়েছে।
ভারতের চলমান এই সংসদীয় অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করা হবে। এছাড়া ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও বাজেট আলোচনা অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের সংসদের দুই কক্ষেই আনুষ্ঠানিকভাবে স্মরণ করা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য ও কূটনৈতিক বার্তা বহন করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা