ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
খালেদা জিয়ার মৃ'ত্যুতে ভারতের পার্লামেন্টে শোক ও নিরবতা পালন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ উপস্থিত সকল সংসদ সদস্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
ভারতীয় বার্তাসংস্থা ‘ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার (২৮ জানুয়ারি) লোকসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে স্পিকারের পক্ষ থেকে একটি শোক প্রস্তাব আনা হয়। এই প্রস্তাবে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করা হয়। এ সময় পুরো অধিবেশন কক্ষে পিনপতন নিরবতা নেমে আসে এবং সকল সদস্য দাঁড়িয়ে প্রয়াতদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার প্রয়াণে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় শোকের ছায়া নেমে আসে।
খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো লিখিত শোকবার্তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে হস্তান্তর করেছিলেন। শুধু ভারত নয়, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় এসে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন।
ভারতের লোকসভায় বাংলাদেশের একজন নেত্রীর প্রতি এই শ্রদ্ধা নিবেদন দুই দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক অনন্য সৌজন্য হিসেবে দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস