ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের নতুন সতর্কবার্তা জারি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ভ্রমণকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
গত সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তান সম্পর্কিত ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। হালনাগাদ সতর্কতায় পাকিস্তানকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা এবং অপহরণের ঝুঁকি বিদ্যমান থাকায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। এ কারণেই দেশটিকে ‘পুনর্বিবেচনা করে ভ্রমণ করুন’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই সতর্কতা স্তরে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকে, যা কোনো পূর্বাভাস ছাড়াই সংঘটিত হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা বলা হয়েছে।
এদিকে খাইবার পাখতুনখোয়ার কয়েকটি অঞ্চলকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে লেভেল-৪ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় কোনো অবস্থাতেই ভ্রমণ না করতে মার্কিন নাগরিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় জানানো হয়, সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা নিয়মিত ঘটছে, যেখানে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিক উভয়ই লক্ষ্যবস্তু হচ্ছেন। এই নির্দেশনা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্যও সমভাবে প্রযোজ্য।
এছাড়া অনুমতি ছাড়া পাকিস্তানে বিক্ষোভে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ উল্লেখ করে পররাষ্ট্র দপ্তর জানায়, এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর কারণে অতীতে একাধিক মার্কিন নাগরিক আটক হয়েছেন।
সবশেষে বলা হয়, লেভেল-৩ সতর্কতা ভ্রমণের ক্ষেত্রে গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয় এবং সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি নতুন করে মূল্যায়নের পরামর্শ দেয়। আর লেভেল-৪ হলো সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে যেকোনো ধরনের ভ্রমণ সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস