ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
ভিসা, ফি ও বৃত্তি: যুক্তরাজ্যে পড়াশোনার সম্পূর্ণ গাইড
.jpg) 
                                    সরকার ফারাবী: চিরায়ত ইতিহাস, রাজকীয় স্থাপত্য আর সবুজে ঘেরা প্রাচীন ক্যাম্পাস এই সব মিলিয়ে যুক্তরাজ্যের শিক্ষাঙ্গন যেন এক জীবন্ত ঐতিহ্যের প্রতীক। শত শত বছর ধরে দেশটি শুধু রাজনীতি ও সংস্কৃতিতেই নয়, শিক্ষার ক্ষেত্রেও বিশ্বজুড়ে নেতৃত্ব দিয়ে আসছে। তাই উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাজ্যের নাম সব সময়ই শীর্ষে থাকে।
অক্সফোর্ড, কেমব্রিজ, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলোর অবস্থান যুক্তরাজ্যে। এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের উৎকৃষ্ট শিক্ষার মান, গভীর গবেষণার সুযোগ ও বাস্তবমুখী শিক্ষাপদ্ধতির জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত। স্নাতক থেকে পিএইচডি প্রায় সব স্তরে রয়েছে অসংখ্য বিষয়ে পড়ার সুযোগ, যার বেশির ভাগই ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়।
সেনজেন এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল হক জানান, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া এখন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু অনুমোদিত শিক্ষা–পরামর্শক প্রতিষ্ঠান ও এজেন্টও আছে, যারা শিক্ষার্থীদের আবেদন প্রস্তুতি, নথি যাচাই এবং বিশ্ববিদ্যালয় নির্বাচনে সহায়তা করে থাকে।
মনিরুল হকের ভাষায়, “ভর্তির প্রক্রিয়ায় শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা যেমন আইইএলটিএস, ওটিআই, ডুলিঙ্গো, এমওআই বা টোফেল স্কোর এর পাশাপাশি ব্যক্তিগত বিবৃতি (Personal Statement) ও সুপারিশপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
যুক্তরাজ্যে পড়াশোনার খরচ তুলনামূলক কিছুটা বেশি হলেও শিক্ষার মানের দিক থেকে তা একেবারেই যুক্তিযুক্ত। গড়ে স্নাতক পর্যায়ের বার্ষিক টিউশন ফি ১৫ থেকে ২৫ লাখ টাকা, আর স্নাতকোত্তর পর্যায়ে তা প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার মধ্যে থাকে। লন্ডনসহ বড় শহরগুলোয় মাসিক জীবনযাত্রার ব্যয় সাধারণত ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মতো হতে পারে। তবে শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজের মাধ্যমে এই ব্যয়ের একটি বড় অংশ সামাল দিতে পারেন।
স্টুডেন্ট ভিসাধারী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন। প্রতি ঘণ্টায় গড়ে ২ থেকে ৩ হাজার টাকা আয় সম্ভব, যা মাসে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকার সমান। এই আয় ভাড়া, খাবার ও দৈনন্দিন খরচের বড় অংশ বহন করতে সহায়ক হয়।
যুক্তরাজ্যে পড়াশোনার জন্য রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তির সুযোগ। এর মধ্যে উল্লেখযোগ্য চিভনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, রোডস স্কলারশিপ, ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি, থিঙ্ক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ, গ্রেট স্টার্ট স্কলারশিপ, ইউসিএল গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ও আম্বার স্কলারশিপ। এসব বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়াও থাকা, যাতায়াত ও অন্যান্য খরচও বহন করা হয়। তাই যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে বিশ্বমানের শিক্ষা লাভ করতে পারেন।
শুধু পড়াশোনাই নয়, যুক্তরাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্যবাহী শহর, গবেষণার সুযোগ এবং বৈশ্বিক সংযোগ সব মিলিয়ে এটি এক গভীর শিক্ষামূলক ও মানবিক অভিজ্ঞতা। এখানকার শিক্ষা ব্যবস্থা শুধু ডিগ্রি অর্জনের পথ নয়, বরং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত তৈরি করে।
সুতরাং যাঁরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারের উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজছেন, তাঁদের জন্য যুক্তরাজ্য হতে পারে উচ্চশিক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য ও স্বপ্নময় গন্তব্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
 
                         
                    -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    