ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

এমপিও শিক্ষকদের জবাবদিহিতা বাধ্যতামূলক

২০২৫ অক্টোবর ৩০ ১৮:২৬:৩৭

এমপিও শিক্ষকদের জবাবদিহিতা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক :শিক্ষক যারা ক্লাস না নিয়ে অন্য কাজে ব্যস্ত, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে—এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর শিক্ষকরা সরকারের বেতনভুক্ত হওয়ায় তাদের কর্মদক্ষতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা পর্যাপ্তভাবে বাস্তবায়ন হয়নি, এবার তা যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ড. আবরার বলেন, খারাপ ফলাফল—যেমন কোনো প্রতিষ্ঠানের পাসের হার শূন্য বা ১০ শতাংশের কম—ধারাবাহিকভাবে নজরদারি করা হবে এবং ফলাফলের কারণ অনুসন্ধান করা হবে। একই সঙ্গে ভালো ফলাফল বজায় রাখা প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরও ফলাফল ও কার্যক্রমের জন্য ডাকা হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, সরকারি প্রতিষ্ঠানে যথাযথ যাচাই ছাড়া এমপিওভুক্ত হওয়া স্কুল ও কলেজগুলো নানা সমস্যায় জর্জরিত। এমন নন-পারফর্মিং প্রতিষ্ঠানগুলোকে মার্জ করার বিষয়টিও আলোচনার মধ্যে রয়েছে। এছাড়া, যেখানে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, কিন্তু অনুপাতে অনেক শিক্ষক বেতন পাচ্ছেন, তাও অপচয় রোধের লক্ষ্যে নজরদারি করা হবে।

ড. আবরার জোর দিয়ে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা গেলে শিক্ষার মান উন্নত করা সম্ভব এবং এ ধরনের উদাহরণ ইতিমধ্যেই সফলভাবে প্রমাণিত হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত