ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নভেম্বরে গণভোট চেয়ে কমিশনে জামায়াতের স্মারকলিপি

২০২৫ অক্টোবর ৩০ ১৫:৩২:৪৯

নভেম্বরে গণভোট চেয়ে কমিশনে জামায়াতের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীসহ আট দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সামনে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে তারা দাবি করেছে, নভেম্বরে অবশ্যই গণভোট অনুষ্ঠিত হতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়ার কোনো সুযোগ নেই।

মাওলানা হালিম বলেন, “আজ সিইসির সঙ্গে আমাদের দেখা হয়েছে। আলোচিত প্রধান বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। এতে ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা কমিশনকে জানিয়েছি, গণভোট নভেম্বরে সম্পন্ন করতে হবে। সংশোধিত আরপিও (নির্বাচনী রোল) হুবহু বহাল রাখতে হবে।”

তিনি আরও বলেন, আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ৩ নভেম্বর নতুন কর্মসূচি দেওয়া হবে। জাতীয় নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। যারা জুলাই চেতনার পরিপন্থি কাজ করবেন, জনগণের কাছে তাদের অবস্থান প্রতিফলিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এদিন আলাদা আলাদা আটটি দল কমিশনকে স্মারকলিপি দিয়েছে। দাবির মধ্যে প্রধান বিষয়গুলো হলো: নভেম্বরে গণভোট, সরকার ঘোষিত আরপিও বহাল রাখা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। একই দিনে বিএনপির মহাসচিব সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার কথা উল্লেখ করেছেন। মাওলানা হালিম বলেন, “বিএনপি এই দাবি করতে পারে, আমরা অবশ্য নভেম্বরে ভোট চাই।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত