ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সংক্রান্ত তথ্য অধিদপ্তরের একটি বিবরণীতে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। তিনি আরও জানিয়েছেন, এই সংক্রান্ত বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে এবং সরকারের কার্যক্রমে সহায়তা জারি থাকবে।
তবে এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ ভিন্নমত ব্যক্ত করেছিলেন। তিনি সম্প্রতি বলেছেন, উপদেষ্টা পরিষদের বৈঠক ও দায়িত্বকাল নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে প্রধান উপদেষ্টার অফিসের এই সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়েছে, উপদেষ্টা পরিষদ নির্বাচনপরবর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত কার্যক্রম এবং বৈঠক নিয়মিতভাবে চালিয়ে যাবে।
এই বৈঠকে দেশের চলমান বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি, সরকারি কার্যক্রমের ধারাবাহিকতা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে উপদেষ্টা পরিষদের সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো বৈঠকে গুরুত্বসহকারে আলোচ্য ছিল।
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দেশের প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা এবং জনগণের জন্য সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করা হলো। এছাড়া, বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকার ও উপদেষ্টা পরিষদের মধ্যে সমন্বয় আরও দৃঢ় করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি