ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ফের গাজায় হামলা, নিহত ১৮

২০২৫ অক্টোবর ২৯ ১০:৩৮:১৭

ফের গাজায় হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাফাহতে এক ইসরাইলি সেনা আহত হওয়ার পর হামলার নির্দেশ দেন, যা কার্যকর হয়ে বুধবার গাজার বিভিন্ন এলাকায় তাণ্ডব সৃষ্টি করে। হামলার ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরাইলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। তারা একই সঙ্গে নিখোঁজ এক বন্দির লাশ হস্তান্তর স্থগিত রাখার কথা জানিয়েছে। হামাস জানিয়েছে, যদি ইসরাইলের পক্ষ থেকে বড়সড় কোনো উস্কানি হয়, তবে বাকি ১৩ জন জিম্মির লাশ উদ্ধারে বিলম্ব হবে।

অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো টিকে আছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরাইল অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত করেছে এবং ত্রাণ পৌঁছানো কঠোরভাবে সীমিত করা হচ্ছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, লাশ উদ্ধারের বিলম্বের দায় পুরোপুরি ইসরাইলের ওপর বর্তায় এবং তারা চুক্তি অনুযায়ী কাজ করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত