ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

চাপের মুখে পশ্চিম তীর দখল সংক্রান্ত বিল স্থগিত রাখলেন নেতানিয়াহু

২০২৫ অক্টোবর ২৪ ১৮:৩৪:০৭

চাপের মুখে পশ্চিম তীর দখল সংক্রান্ত বিল স্থগিত রাখলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি এবং আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীরের দখল সংক্রান্ত নেসেটে পাস হওয়া বিলের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন লিকুদ পার্টির জোটের চেয়ারম্যান ওফির কাৎজ জানিয়েছেন, নেতানিয়াহু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুদেয়া ও সামারিয়ার সার্বভৌমত্ব সংক্রান্ত বিলটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

এর আগে বুধবার নেসেটে পাস হওয়া বিলটি ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই এলাকা জুদেয়া ও সামারিয়াকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিষয় উল্লেখ করা হয়। ১২০ আসনের নেসেটে বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়; পক্ষে ২৫, বিপক্ষে ২৪, এবং ৭১ জন abstain করেন, যার মধ্যে ছিলেন নেতানিয়াহু এবং লিকুদ পার্টির অনেক এমপি। তবে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি ও অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বিলের পক্ষে ভোট দেন।

নেসেটের নিয়ম অনুযায়ী, আইনে পরিণত হওয়ার জন্য বিলের চার দফা ভোট গ্রহণ করতে হবে। নেতানিয়াহুর স্থগিতাদেশের কারণে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার ভোট আপাতত বন্ধ থাকবে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরের এই দুটি এলাকা দখল করে রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের মতে, এই অঞ্চলগুলো ইসরায়েলের দখলে বৈধ নয়। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, পশ্চিম তীরসহ ফিলিস্তিনের অন্য অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি অবৈধ এবং অবিলম্বে সেনা ও অবৈধ বসতি প্রত্যাহার করতে হবে।

যুক্তরাষ্ট্রও বিষয়টিতে স্পষ্ট অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনে বলেছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না। এরকম হলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে। এছাড়া তিনি ইসরায়েলকে গাজায় শান্তি আলোচনায় মনোযোগ দিতে এবং নতুন দখল এড়াতে বলেছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বৃহস্পতিবার তেলআবিবে সাংবাদিকদের জানিয়েছেন, ইসরায়েল পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিতেও এর সমর্থন নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, এই পদক্ষেপ গাজায় শান্তি পরিকল্পনার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে, তাই তারা বিলকে সমর্থন দেবে না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত