ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
মিরাজকে তামিম-মাশরাফির ফোন: কি বললেন তারা?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এই সিরিজ জয়ের পর মিরাজ জানিয়েছেন, সাবেক দুই সফল অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা তাকে ফোন করে উৎসাহ দিয়েছেন।
সিরিজ জয়ের পর গণমাধ্যমকে মিরাজ বলেন, "আমাকে ব্যক্তিগতভাবে তামিম ভাই ফোন দিয়েছিলেন, তিনি অধিনায়ক ছিলেন, বলেছেন এই কঠিন সময়... অবশ্যই ভালো কিছু হবে। মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন, তিনি তো অনেক সফল অধিনায়ক। তিনি কিভাবে অধিনায়কত্ব করেছেন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন।"
সিরিজ জয় প্রসঙ্গে মিরাজ আরও বলেন, "আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো শুরু করেছিলাম। বিশেষ করে সৌম্য ও সাইফ যেভাবে ব্যাট করেছে, দুর্দান্ত শুরু। এই উইকেটে ব্যাট করা সহজ নয়। তবে তাদের ব্যাটিং দেখে মনেই হয়নি। প্রথম ২০ ওভারে অনেক বাউন্ডারি হয়েছে। দায়িত্ব নিয়ে রান বাড়িয়েছে।"
মিরপুরের পিচে দলের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সাফল্যের বিষয়ে মিরাজ জানান, "গত ৪ ম্যাচে আমরা ভালো ব্যাট করিনি। ব্যাটাররা বারবার ব্যর্থ হচ্ছিল। তবে ইতিবাচক থেকে আমরা ভালো করার উপায় খুঁজছিলাম। এই কন্ডিশনে কীভাবে ভালো করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে। সবাই এটাই বলছিল, পজিটিভ না থাকলে রান বের করা যাবে না।"
সিরিজ সেরা রিশাদ হোসেনের পারফরম্যান্স নিয়েও মিরাজ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "রিশাদ দুর্দান্ত খেলেছে গোটা সিরিজে। সে যেভাবে ব্যাটিং আর বোলিং করছে, তাতে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। সবাই পারফর্ম করার চেষ্টা করছে, আমাকে সাপোর্ট করছে। দলকে ক্রেডিট দিতেই হবে। আমরা দীর্ঘদিন পর ওয়ানডে খেলেছি। ধারাবাহিকভাবে খেললে আরও ভালো দল হয়ে উঠবো। আগামী বছর অনেক ম্যাচ আছে। আশা করি ছেলেরা জানে কীভাবে কী করতে হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস